নয়াদিল্লি: করোনাভাইরাসের সংক্রমণের শিকার হয়ে হঠাৎই বধিরতা প্রাপ্ত হচ্ছেন কোনও কোনও রোগী। এমনই একটি নতুন তথ্য উঠে এল লন্ডনের বিশেষজ্ঞদের গবেষণায়।


তথ্য় ও পরিসংখ্যান পেশ করে গবেষকরা জানিয়েছেন, মারণ ভাইরাসে আক্রান্ত মানুষদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে চিরদিনের জন্য শ্রবণশক্তি চলে যাওয়ার ঘটনা ইতিমধ্যেই বেশ কয়েকটি ঘটেছে। আগামী দিনে এমন ঘটনা আরও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


ব্রিটেনের এক ইউনিভার্সিটির বিশেযজ্ঞরা মন করছেন, এই ব্যাপারে সচেতনতা জরুরি। স্টেরয়েডের সাহায্যে এই বধিরতা দূর করা যেতে পারে ঠিকই কিন্তু তার আগে নির্দিষ্ট করে জানতে হবে এটি করোনার সাইড এফেক্ট হিসেবে ঘটেছে কি না।


সাধারণত, ফ্লু জাতীয় ভাইরাস সংক্রমণেও সাময়িকভাবে এই সমস্যা হয়। বিএমজে কেস রিপোর্ট পত্রিকায় বলা হয়েছে বছর পঁয়তাল্লিশের এক হাঁপানি রোগীর এই ধরনের সমস্যা দেখা দিয়েছিল সম্প্রতি।


কোভিড-১৯ আক্রান্ত হওয়ার আগে তাঁর কানে কোনও সমস্যা ছিল না। কিন্তু ভাইরাস হানার পর তাঁর শ্রবণশক্তি চলে যায়। স্টেরয়েড ড্রাগ ব্যবহার করে শ্রবণ ক্ষমতা আংশিক ফিরিয়ে আনতে পেরেছেন চিকিৎসকরা।


রিপোর্টের অন্যতম লেখিকা ডঃ স্টেফানি কোম্পা জানাচ্ছেন, করোনা হলেই যে শ্রবণশক্তি চলে যাবে এমন কোনও বাধ্যবাধকতা নেই। তবে কোভিডের কারণে কী কী ক্ষতি শরীরে হতে পারে সেই সম্ভাবনার তালিকাটি ক্রমেই দীর্ঘ হচ্ছে।


আর তারই সাম্প্রতিক সংযোজন শ্রবণশক্তি হারানোর ভয়! এই দিকটি নিয়েও ভাবনা-চিন্তা শুরু করেছেন গবেষকরা।