বেজিং: চিনে ফের শুরু হয়েছে করোনা। পরিস্থিতি দেখে প্রশাসন গোটা কিংডাও শহরের করোনা পরীক্ষায় নেমেছে। ৯০ লক্ষ বাসিন্দার মধ্যে ৩০ লাখের পরীক্ষা ইতিমধ্যেই সেরে ফেলেছে তারা।
শেষ ২ মাসে চিনে আবার স্থানীয়ভাবে করোনা ধরা পড়া শুরু হয়েছে। কিংডাওয়ে এখনও পর্যন্ত নতুন করে ১২ জন করোনা আক্রান্ত হয়েছেন, ৬ জনের শরীরে লক্ষণ ধরা পড়েছে, বাকিদের নেই। ন্যাশনাল হেলথ কমিশন আবার বলেছে, গত ২৪ ঘণ্টায় কিংডাওয়ে অন্তত ৬ জনের শরীরে করোনা জীবাণু পেয়েছে তারা। চিনে অবশ্য করোনা পরীক্ষার রিপোর্ট কতটা প্রকৃত তথ্যভিত্তিক তা নিয়ে বিভিন্ন মহলে সন্দেহ প্রকাশ করেছে।
করোনা পরীক্ষার ফল ও তদন্তে প্রকাশ, কিংডাও শহরের পালমোনারি হাসপাতাল থেকে নতুন করে ছড়িয়েছে এই রোগ। তবে গোষ্ঠী সংক্রমণ এখনও শুরু হয়নি, দাবি করেছেন শহরের রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্রের ডেপুটি ডিরেক্টর জিয়াং ফাচুন। ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে, করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পর ৭ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছে তারা। এখনও পর্যন্ত ২৪১ করোনা আক্রান্তের এই হাসপাতালে চিকিৎসা চলছে, ৪ জনের অবস্থা গুরুতর।
ফের ছড়াচ্ছে করোনা, চিন কোভিড পরীক্ষা করাচ্ছে গোটা কিংডাও শহরকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Oct 2020 09:50 AM (IST)
করোনা পরীক্ষার ফল ও তদন্তে প্রকাশ, কিংডাও শহরের পালমোনারি হাসপাতাল থেকে নতুন করে ছড়িয়েছে এই রোগ।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -