চণ্ডীগড়: হরিয়ানার পানিপথে ১ বছরের বেশি সময় ধরে এক মহিলাকে এক চিলতে বাথরুমে আটকে রাখল তাঁর স্বামী। স্থানীয় নারী সুরক্ষা ও শিশু বিবাহ রোধ অফিসার তাঁকে উদ্ধার করেছেন। মহিলার স্বামী অবশ্য দাবি করেছে, স্ত্রীর মাথা খারাপ, তাই বাধ্য হয়ে এই ব্যবস্থা।

পানিপথের ঋষপুরে ঘটেছে এই ঘটনা। ৩ সন্তানের মা ওই মহিলাকে নারী সুরক্ষা দফতরের একটি দল বুধবার উদ্ধার করে নোংরা দুর্গন্ধময় একটি বাথরুম থেকে। প্রথমে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তারপর তুলে দেওয়া হয় পরিবারের হাতে। পুলিশ জানিয়েছে, বন্দি মহিলার স্বামীর বিরুদ্ধে মামলা করেছে তারা, ব্যবস্থা নেওয়া হবে।


জেলা নারী সুরক্ষা অফিসার রজনী গুপ্তের কাছে ওই মহিলার কথা জানিয়ে ফোন আসে। বলা হয়, ১ বছরের বেশি সময় ধরে তাঁকে বাথরুমে বন্দি রেখেছে স্বামী। রজনী ঘটনাস্থলে পৌঁছে দেখেন, মহিলা তখনও বাথরুমে বন্ধ। উদ্ধারের পর নিজের পায়ে দাঁড়াতে পারছিলেন না তিনি।