Covid-19: ব্রিটেনে প্রাপ্ত ডেল্টার আরেক সংক্রমক রূপ ভারতেও, ৭ জনের দেহে মিলল ওই প্রজাতি, বাড়ছে আতঙ্ক

ফের করোনার ডেল্টার প্রজাতির আরও একটি মিউটেন্ট রূপ ধরা পড়ল ব্রিটেনে। যা আরও সংক্রামক এবং মারাত্মক, এমনটাই মনে করা হচ্ছে।

Continues below advertisement

নয়া দিল্লি: এই অতিমারির শেষ কোথায় তা জানা সম্ভব নয়, এমনটাই জানিয়েছিলেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সেই কথাই যেন সত্য হয়ে উঠছে। দেড় বছরেরও বেশি সময় ধরে বিশ্বের দেশগুলি যেভাবে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস তা সমস্যার। আর এরই মাঝে ফের করোনার ডেল্টার প্রজাতির আরও একটি মিউটেন্ট রূপ ধরা পড়ল ব্রিটেনে। যা আরও সংক্রামক এবং মারাত্মক, এমনটাই মনে করা হচ্ছে। সেই প্রজাতির দেখা মিলল ভারতেও।      

Continues below advertisement

ব্রিটেনে এই প্রজাতির দাপটে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। মিউট্যান্ট রূপটির খোঁজ পেতেই বিশ্বকে সতর্ক করেছিল ব্রিটেন। কিন্তু ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) একটি প্রতিবেদন প্রকাশ করেছে যে ইন্দোরে এক কোভিড আক্রান্তের নমুনায় ডেল্টা প্রজাতির এই নতুন মিউটান্ট যা বৈজ্ঞানিক নাম- AY.4.2, সেটি পাওয়া গিয়েছে। ডেল্টা রূপের চেয়ে বেশি বিপজ্জনক বলেই এটিকে মনে করা হচ্ছে।         

ইন্দোরের চিফ মেডিক্যাল অ্যান্ড হেলথ অফিসার ডাঃ বি এস সাইত্যা বলেন, দুজন মহু সেনানিবাসে থাকা সেনাদের দেহে পাওয়া গিয়েছে এই প্রজাতি। সেপ্টেম্বরেই তাদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। ইতিমধ্যেই INSACOG নেটওয়ার্কের বিজ্ঞানীরা SARS-COV-2 এর এই প্রজাতি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে চলেছেন।    

আরও পড়ুন, মাইকে চলছে সতর্কতামূলক প্রচার, কনটেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত উত্তরপাড়া পুরসভার ৭টি ওয়ার্ড

ডেল্টার মূল প্রজাতিটি (আলফা এবং বিটাও) যত না সংক্রমক, তাঁর চেয়ে অনেক বেশি সংক্রমক ডেল্টা এবং পরবর্তী ডেল্টা প্লাস। ইতিমধ্যেই এদের মিউটেশনও হয়ে গিয়েছে। ভাইরাসের স্পাইক মিউটেশন হয়ে নয়া ভাইরাসদুটি হল- A222V and Y145H। যদিও মনে করা হচ্ছে আলফা এবং ডেল্টা ভ্যারিয়েন্টের থেকে এর ক্ষতি কম হতে পারে।

গত জুলাইয়ের পর প্রথমবার ব্রিটেনে দৈনিক আক্রান্তের সংখ্যা ফের ৫০ হাজার ছাড়িয়েছে। ডেল্টার নয়া প্রজাতি AY.4.2-এর হানায় বিপর্যস্ত হতে চলেছে ইউরোপ থেকে এশিয়ার একাধিক দেশ।  

Continues below advertisement
Sponsored Links by Taboola