কলকাতা: বিশ্বজুড়ে 'অপারেশন সিঁদুর'-এর (Operation Sindoor) সাফল্য় প্রচার করতে, সর্বদলীয় প্রতিনিধি দল পাঠাচ্ছে মোদি সরকার। এই প্রচার অভিযান হবে ২১ মে থেকে ৫ জুন। বিভিন্ন রাজনৈতিক দলের প্রাক্তন মন্ত্রী এবং কূটনীতিক সহ ৫৯ জন সংসদদের নিয়ে সাতটি প্রতিনিধিদল ৩৩টি দেশে যাবে।
বিদেশ মন্ত্রকের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে। যার মূল উদ্দেশ্য হল সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান উপস্থাপন করা, আন্তর্জাতিকভাবে পাকিস্তানকে বিচ্ছিন্ন করা। সন্ত্রাসবাদকে ছড়িয়ে দিতে কীভাবে সামরিক শক্তিকেও ব্যবহার করেছে তা তুলে ধরা। বিশিষ্ট রাজনৈতিক ও কূটনৈতিক ব্যক্তিত্বদের নেতৃত্বে সাতটি প্রতিনিধিদলের মধ্যে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, অভিজ্ঞ কূটনীতিক এবং ক্ষমতাসীন ও বিরোধী উভয় দলের সিনিয়র সংসদরা। টোকিও থেকে ওয়াশিংটন, ব্রাসেলস থেকে জাকার্তা, এই প্রতিনিধিদলগুলি সন্ত্রাসবাদ কীভাবে শান্তির পরিপন্থী সেই বার্তা দেবে।
কে কোন সর্বদলীয় প্রতিনিধি দলে?
- JDU-র সাংসদ সঞ্জয়কুমার ঝায়ের নেতৃত্বাধীন সর্বদলীয় প্রতিনিধি দলে থাকছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। এই দল যাবে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কোরিয়া, জাপান, সিঙ্গাপুরে।
- বিজেপি সাংসদ বৈজয়ন্ত জয় পান্ডা নেতৃত্বে প্রতিনিধি দল যাচ্ছে বাহরাইন, কুয়েত, সৌদি আরব, আলজেরিয়ায়। এই দলে রয়েছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে, রেখা শর্মা, AIMIM সাংসদ আসাদুদ্দিন ওয়েসি।
- বিজেপি সাংসদ বিজেপি সাংসদ রবি শঙ্কর প্রসাদের নেতৃত্বাধীন সর্বদলীয় প্রতিনিধি দলে রয়েছেন রাশিয়ায় প্রাক্তন রাষ্ট্রদূত পঙ্কজ শরণ, বিজেপি সাংসদ দগ্গুবতী পুরন্দেশ্বরী, শমীক ভট্টাচার্য। ফ্রান্স, ইতালি, ডেনমার্কে যাবে এই প্রতিনিধি দল।
- শিবসেনা সাংসদ শ্রীকান্ত একনাথ শিন্ডের নেতৃত্বে একটি প্রতিনিধি দল যাচ্ছে সিয়েরা লিওন, লাইবেরিয়ায়।
- পানামা, কলম্বিয়া, ব্রাজিল, মার্কিন যুক্তরাষ্ট্রে কংগ্রেস সাংসদ শশী থারুর নেতৃত্বাধীন সর্বদলীয় প্রতিনিধি দল যাচ্ছে। যে দলে রয়েছেন, লোক জনশক্তি পার্টি-রাম বিলাস শাম্ভবী, JMM সাংসদ সরফরাজ আহমেদ, তেজস্বী সূর্য।
- DMK সাংসদ কানিমোঝি করুণানিধি নেতৃত্বাধীন সর্বদলীয় প্রতিনিধি দলে থাকছেন সমাজবাদী পার্টির সাংসদ রাজীব রাই, বিজেপি সাংসদ ব্রিজেশ চৌতা, APP সাংসদ অশোক কুমার মিত্তাল। এই প্রতিনিধি দল যাচ্ছে স্লোভেনিয়া, গ্রিস, স্পেন।
- NCP-SP সাংসদ সুপ্রিয়া সুলের নেতৃত্বাধীন সর্বদলীয় প্রতিনিধি দল যাচ্ছে কাতার, দক্ষিণ আফ্রিকা, ইথিওপিয়া, ইজিপ্ট। এই দলে রয়েছেন, কংগ্রেস সাংসদ মনীশ তিওয়ারি, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আনন্দ শর্মা, অনুরাগ সিংহ ঠাকুর।