নয়াদিল্লি: করোনা সংক্রমিত ব্যক্তির ওজন যদি স্বাভাবিকের থেকে বেশি হয়, তবে তাঁর প্রাণ সঙ্কট হতে পারে। বলছে ইংল্যান্ডের এক জনস্বাস্থ্য রিপোর্ট। আইসিইউ-তে ভর্তি তিন চতুর্থাংশ করোনা রোগী স্থূলত্বে ভুগছেন বলে তাতে দাবি করা হয়েছে।

হৃদযন্ত্রের সমস্যা, উচ্চ রক্তচাপ, কিডনি সংক্রান্তবেশ কিছু রোগের কারণ হতে পারে এই অতিরিক্ত ওজন। আর এখন করোনা ও তার জেরে মৃত্যুর সঙ্গেও জড়িয়ে গিয়েছে স্থূলত্ব। বিশেষজ্ঞরা বলছেন, যত লোক করোনা সংক্রমণের জেরে আইসিইউ-তে ভর্তি হয়েছেন, তাঁদের তিন চতুর্থাংশই স্থূলত্বে ভুগছেন। তাঁদের মৃত্যুর হারও অন্যদের তুলনায় ৪০ শতাংশ বেশি।

নয়া গবেষণায় অবশ্য জানা যাচ্ছে না, সাধারণের থেকে মোটা মানুষের করোনার আশঙ্কা বেশি কেন, সাধারণ চেহারার লোকের থেকে বেশি ওজনের মানুষের করোনায় মৃত্যুর আশঙ্কাই বা বেশি কেন। তবে বলা যায়,স্থূলত্ব তাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিচ্ছে, ফলে জীবাণুর সঙ্গে লড়াইয়ে এঁটে উঠতে পারছেন না তাঁরা। ইংল্যান্ডের জনস্বাস্থ্য আধিকারিক জুডি এলিসন টেডেস্টোন জানিয়েছেন, নতুন প্রমাণে পরিষ্কার দেখা যাচ্ছে, ওজন বেশি হলে জটিল রোগ বা করোনায় মৃত্যুর আশঙ্কা বেড়ে যাচ্ছে। ওজন কমালে স্বাস্থ্য সম্পর্কিত নানা উপকার পাওয়া যাবে বলে তাঁর দাবি। ওজন কম থাকলে করোনার বিরুদ্ধে লড়াই চালানো অপেক্ষাকৃত সহজ।

ইউরোপের অন্যান্য দেশের তুলনায় ইংল্যান্ডে মোটা লোকের সংখ্যা সব থেকে বেশি। সেখানকার দুই তৃতীয়াংশ যুবক স্থূলত্বে ভুগছেন। স্কটল্যান্ড, ওয়েলশ ও উত্তর আয়ারল্যান্ডেও একই পরিস্থিতি।