মুম্বই: অমিতাভের তিন বাংলো জলসা, জনক ও প্রতীক্ষা থেকে সরল কনটেনমেন্ট পোস্টার। বৃহন্মুম্বই পুরসভার পক্ষ থেকে সরানো হল পোস্টার।

১৪ দিন পেরোল অমিতাভ-অভিষেকের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়ার। ওই একই একইদিনে ঐশ্বর্যা রাই বচ্চন ও আরাধ্যার করোনা রিপোর্টও পজিটিভ আসে।

রবিবার সোশ্যাল মিডিয়ায় অমিতাভ লেখেন, এই 'একাকীত্বের সময়' বাবা হরিবংশ রাই বচ্চনকে 'মিস' করছেন তিনি। বাবার লেখা একটি কবিতা আবৃত্তি করেও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন তিনি।



তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, অন্ধকার-ঠান্ডা ঘরের কাঁপুনিতে ঘুম আসে না। সবার পরনে পিপিই। কোথায় ভরসার হাত? ছাড়া পাওয়ার পরেও সঙ্গী ডিপ্রেশন। হাসপাতালে একাকীত্বের যন্ত্রণা ফুটে ওঠে অমিতাভর ব্লগে।