নয়াদিল্লি: ভারতে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ছাড়াল। উদ্বেগজনক হারে বাড়ছে করোনায় মৃতের সংখ্যাও। দেশে করোনায় মৃতের সংখ্যা ২৪ হাজার ৯১৫। আক্রান্তের সংখ্যা ৯ লক্ষ ৬৮ হাজার ৮৭৬।


উদ্বেগের বিষয় হল, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬০৬ জনের। আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৬৯৫ জন। যা একদিনে সংক্রমণের ক্ষেত্রে রেকর্ড। দেশে মোট সংক্রমণ মুক্ত ৬ লক্ষ ১২ হাজার ৮১৫ জন। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২০ হাজার ৭৮৩ জন।


দেশের মধ্যে মহারাষ্ট্রে সংক্রমণের হার সবচেয়ে বেশি। ওই রাজ্যে মৃত্যু হয়েছে ১০ হাজার ৯২৮ জনের। আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৭৫ হাজার ৬৪০। দিল্লিতে মৃত ৩ হাজার ৪৮৭। সংক্রমিত ১ লক্ষ ১৬ হাজার ৯৯৩।


তামিলনাড়ুতে ২ হাজার ১৬৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৫১ হাজার ৮২০। গুজরাতে মৃতের সংখ্যা ২ হাজার ৭৯। আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ৫৫২। উত্তরপ্রদেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১ হাজার ১২ জনের। আক্রান্ত ৪১ হাজার ৩৮৩।