লাহোর: স্বপ্নের ফর্মে রয়েছেন বাবর আজম। যেদিনই মাঠে নামছেন, সেদিনই কোনও না কোনও রেকর্ড গড়ছেন। লাহোর (lahore) টেস্টেও প্রথম ইনিংসে ৬৭ রানের ইনিংস খেলেছেন বাবর (babar azam)। এর আগে করাচি (karachi) টেস্টে ৪২৫ বলে রেকর্ড গড়ে ১৯৬ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন। যার পুরস্কারস্বরূপ আইসিসি টেস্ট ক্রমতালিকায় ব্যাটারদের তালিকায় প্রথম পাঁচে ঢুকে পড়লেন বাবর আজম। অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড, ভারতের রোহিত শর্মা ও শ্রীলঙ্কার দিমূথ করুণারত্নেকে টপকে প্রথম পাঁচে ঢুকে পড়লেন বাবর আজম। পাকিস্তানের আরেক তারকা ব্যাটার মহম্মদ রিজওয়ানও টেস্ট ক্রমতালিকায় অনেক উন্নতি করেছেন। ছয় ধাপ এগিয়ে ১১ নম্বর উঠে এসেছেন তিনি। অস্ট্রেলিয়ার উসমান খোয়াজাও ক্রমতালিকায় এগিয়ে গিয়েছেন। তিনি ১৩ নম্বর উঠে এসেছেন।


প্রথম ইনিংসে ফের একবার অর্ধশতরান হাঁকালেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ব্য়াট করে বোর্ডে ৩৯১ রান বোর্ডে তুলে নেয়। খোয়াজা ৯১ রানে আউট হয়ে যান। এছাড়া স্টিভ স্মিথ ৫৯ রান করেন। ক্যামেরন গ্রিন ৭৯ ও অ্যালেক্স ক্যারি ৬৭ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২৬৮ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। তবে বাবর আরও একবার অর্ধশতরান হাঁকান। এবার ৬৭ রানের ইনিংস খেলেন তিনি। 


করাচিতে প্যাট কামিন্সদের বিরুদ্ধে ম্যাচের চতুর্থ ইনিংসে বাবরের ১৯৬ রানই অধিনায়ক হিসাবে টেস্টের চতুর্থ ইনিংসের সর্বোচ্চ স্কোর। তিনি ভেঙে দিলেন মাইক আর্থারটনের ২৭ বছরের পুরনো রেকর্ড। ১৯৯৫ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অপরাজিত ১৮৫ রানের ইনিংস খেলেছিলেন তৎকালীন ইংরেজ অধিনায়ক আর্থারটন। সেটাই ছিল এতদিন টেস্টের চতুর্থ ইনিংসে কোনও অধিনায়কের সর্বোচ্চ ইনিংস। সেই রেকর্ড ভেঙে দিলেন বাবর।


করাচিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দাঁতে দাঁত কামড়ে মাটি আঁকড়ে লড়াই করে গেলেন বাবর আজম। ৪২৫ বলে ১৯৬ রানের দুরন্ত ইনিংস খেললেন। যার জেরে হারের হাত থেকে বাঁচল পাকিস্তান। চতুর্থ ইনিংসে ১৯০-এর ঘরে রান রান করে নয়া নজিরও গড়লেন তিনি। ভেঙে দিলেন কুমার সঙ্গকারার রেকর্ডও।