অরিত্রিক ভট্টাচার্য ও সমিত সেনগুপ্ত, কলকাতা: ভারতে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ জনের।  লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে করোনা-সতর্কতায় জমায়েত এড়াতে বলছেন বিশেষজ্ঞরা।
এই প্রেক্ষাপটে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল করল দক্ষিণ-পূর্ব রেল।  বাতিল করা হয়েছে--




  • ২৪ ও ৩০ মার্চের হাওড়া-মুম্বই সিএসএমটি দুরন্ত এক্সপ্রেস।

  • ২৫ মার্চ ও ১ এপ্রিল মুম্বই সিএসএমটি -হাওড়া দুরন্ত এক্সপ্রেসও বাতিল করা হয়েছে ।

  • বাতিল করা হয়েছে ২০ থেকে ৩১ মার্চ পর্যন্ত হাওড়া-দিঘা-হাওড়া সুপারফাস্ট এসি এক্সপ্রেস।

  • ২০ ও ২৭ মার্চের সাঁতরাগাছি-এমজিআর চেন্নাই সেন্ট্রাল সুবিধা স্পেশালও বাতিল।

  • বাতিল ২১ ও ২৭ মার্চের এমজিআর চেন্নাই সেন্ট্রাল-সাঁতরাগাছি সুবিধা স্পেশাল।

  • এছাড়াও চলবে না ২০ ও ২৭ মার্চের পুরী-সাঁতরাগাছি স্পেশাল।


দূরপাল্লার ট্রেন বাতিল করার পাশাপাশি লোকাল ট্রেনে ভিড় কমাতেও পদক্ষেপ করছে দক্ষিণ-পূর্ব রেল। ঠিক হয়েছে, চালানো হবে ৪ জোড়া নতুন লোকাল ট্রেন। ১৯ মার্চ থেকে এই নতুন ট্রেনগুলি চালু হবে। সাঁতরাগাছি থেকে উলুবেড়িয়া, পাঁশকুড়া, বাগনান ও খড়গপুর পর্যন্ত চলবে ট্রেনগুলি।
এই পরিস্থিতিতে করোনা-সতর্কতায় মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রকের তরফে ফের অ্যাডভাইসরি জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, আফগানিস্থান, ফিলিপিন্স, মালয়েশিয়া থেকে ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ৩১ মার্চ পর্যন্ত এই সব দেশ থেকে ভারতে আসবে না কোনও বিমান। আরব আমিরশাহী, কাতার, ওমান ও কুয়েত থেকে আসা বা ওই সব জায়গা দিয়ে যাতায়াত করা যাত্রীদের বাধ্যতামূলক ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। ৩১ মার্চ পর্যন্ত ইউরোপ, ইংল্যান্ড বা তুরস্ক থেকে ভারতে আসায় জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।
মঙ্গলবার থেকে আগামী দু’সপ্তাহ সব বিদেশি বিমান অবতরণের উপর নিষেধাজ্ঞা জারি করেছে শ্রীলঙ্কা সরকার। ফলে, দ্বীপরাষ্ট্রে থাকা বিদেশিরা দেশে ফিরতে পারছেন না।