নয়াদিল্লি: এবার নতুন স্মার্টফোন কিনলে ক্রেতাদের ব্যবহারের আগে প্রথমে আরোগ্য সেতু অ্যাপ সেট আপ করতে হতে পারে। কারণ, কেন্দ্র স্মার্টফোন নির্মাতা সংস্থাগুলিকে সমস্ত স্মার্টফোনে এই অ্যাপ প্রি-ইনস্টল করার আর্জি জানিয়েছে বলে খবর।
উল্লেখ্য, কেন্দ্র সবাইকে বারেবারেই এই অ্যাপ ডাউনলোড করার আর্জি জানাচ্ছে। ইতিমধ্যেই কয়েক কোটি এই অ্যাপ ডাউনলোড করা হয়েছে। এর বাইরে অনেকেই রয়েছেন, যাঁরা এই অ্যাপ ডাউনলোড করেননি।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ভারত সরকার আগেই ফোন কোম্পানিগুলিকে আরোগ্য সেতু অ্যাপ প্রি-ইনস্টল করতে বলেছিল। কিন্তু উত্পাদন বন্ধের কারণে এই নির্দেশ পালন করা যায়নি। তবে কোম্পানিগুলি বলেছে যে, লকডাউন উঠলেই এই নির্দেশ পালন করা হবে।
এই উদ্যোগ নিয়ে কেন্দ্র এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করেনি। তবে বিভিন্ন সংস্থা যেমন নির্দেশ দিয়েছে, তার পরিপ্রেক্ষিতে এই খবর সঠিক বলেই মনে করা হচ্ছে। কারণ, জোম্যাটোর মতো সংস্থাগুলি তাদের ডেলিভারি এজেন্টদের এই অ্যাপ ডাউনলোড করা বাধ্যতামূলক করেছে। এই অ্যাপ ডাউনলোড করা না থাকলে জোম্যাটো অ্যাপে লগ ইন করতে পারবেন না ডেলিভারি এজেন্টদের।
করোনাভাইরাসের সংক্রমণ রুখতেই এই অ্যাপ। গ্রাহকরা কোনও কোভিড-১৯ আক্রান্তের সংস্পর্শে চলে আসছেন কিনা, সে সম্পর্ক হদিশ দিতেই এই অ্যাপ। সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের এই অ্যাপ ডাউনলোড বাধ্যতামূলক করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, অফিস শুরু করার আগে কর্মীদের আরোগ্য সেতু অ্যাপে তাঁদের স্ট্যাটাস পর্যালোচনা করতে হবে। 'সেফ' ও 'লো রিস্ক' স্ট্যাটাস থাকলে তবেই কাজে বোরেতে পারবেন। স্ট্যাটাসে 'হাই রিস্ক' ও 'মডারেট' ফল থাকলে বাড়ির বাইরে বেরোনো চলবে না।
ইতিমধ্যেই সাড়ে সাত কোটির বেশি এই অ্যাপ ডাউনলোড হয়েছে। বাকিদের ফোনেও যাতে এই অ্যাপ থাকে, তা নিশ্চিত করতে চাইছে কেন্দ্র।
আরোগ্য সেতু অ্যাপের গ্রাহকদের ব্লুটুথ ও লোকেশন ডেটা ব্যবহার করে তাঁদের গতিবিধি লক্ষ্য রাখে এবং কোনও ঝুঁকিপূর্ণ ব্যক্তির সংস্পর্শে আসলে সতর্কবার্তা দেয়। এই অ্যাপ সঠিকভাবে কাজ করার ক্ষেত্রে তা সবসময়ই সক্রিয় রাখা প্রয়োজন। একইসঙ্গে অন রাখতে হবে লোকেশন ও ব্লুটুথ।
গুগল প্লে ও অ্যাপল অ্যাপ স্টোরে এই অ্যাপ পাওয়া যায়। ফিচার ফোনেও খুব শীঘ্রই অ্যাপ পাওয়া যাবে। ফিচার ফোনের উপযোগী করে তৈরি করা হচ্ছে এই অ্যাপ।
নতুন স্মার্টফোনে আগেই থেকেই ইনস্টল থাকতে পারে আরোগ্য সেতু অ্যাপ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 May 2020 12:11 PM (IST)
বার নতুন স্মার্টফোন কিনলে ক্রেতাদের ব্যবহারের আগে প্রথমে আরোগ্য সেতু অ্যাপ সেট আপ করতে হতে পারে। কারণ, কেন্দ্র স্মার্টফোন নির্মাতা সংস্থাগুলিকে সমস্ত স্মার্টফোনে এই অ্যাপ প্রি-ইনস্টল করার আর্জি জানিয়েছে বলে খবর।
ফাইল ছবি
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -