নিজের বাড়িতেই কোয়ারেন্টিন অনেকে। মারণ রোগের আতঙ্ক যাতে মনে ভর না করে, তার জন্য নানা উপায় অবলম্বন করছেন মানুষ। এই পরিস্থিতিতেও নিজেকে মানসিক ভাবে শক্ত রাখতে নানা মজার ভিডিও পোস্ট করছেন অনেকে।
এইরকমই একটি ভিডিও সম্প্রতি নজর কাড়ল নেটিজেনদের। ভিডিওটি ইতালির।
সেখানে দেখা যাচ্ছে, আবাসনের বাইরে না বেরিয়েই আবাসিকরা সময় কাটাচ্ছেন টেনিস খেলে। তাও আবার জানলা থেকে জানলায়। এইরকম নানা ভিডিওয় ভরে গেছে সোশ্যাল মিডিয়া।
নোভেল করোনা ভাইরাস যে তাঁদের মনোবল ভাঙতে পারেনি, খেলতে-খেলতে সেটাই বোঝাতে চেয়েছেন দুই ইতালিয়। সে দেশে মৃতের সংখ্যা ছাড়িয়েছে আড়াই হাজার।
জানলা দিয়ে হাত বাড়িয়ে চলে ব্যাটে-বলে খেলা। টানা ২৪ সেকেন্ড ধরে চলল খেলা। একবারও পড়ল না বল। তাঁদের এই খেলা মন জিতে নিয়েছে বাকি আবাসিকদেরও। নেটদুনিয়াও এখন মজে এই দুজনের ইউনডো গেমে!