নয়াদিল্লি: অবিলম্বে ভ্যাকসিনের ব্যবস্থা না করলে কাজ করবেন না বিমান কর্মীরা। মঙ্গলবার একটি নোটিশ জারি করে এমনটাই জানিয়ে দিল এয়ার ইন্ডিয়া পাইলট ইউনিয়ন (ICPA)। দেশে করোনা পরিস্থিতি ভাল না। তাই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে নারাজ কর্মীরা। ইতিমধ্যেই কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানানো হয়েছে ইউনিয়নের তরফে। 


এয়ার ইন্ডিয়ার অপারেশন ডিরেক্টর আর এস সাধু একটি চিঠিতে জানিয়েছেন, "ফ্লাইং ক্রুদের জন্য কোনওরকম স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা নেই, জীবন বিমা নেই। মহামারী আবহে বেতন থেকেও একটা বড় অঙ্কের টাকা কেটে নেওয়া হচ্ছে। কাজেই করোনা ভ্যাকসিন ছাড়া আমরা আর কোনওভাবেই জীবনের ঝুঁকি নেওয়ার মতো অবস্থায় নেই।"


পরিস্থিতি নিয়ে সোচ্চার হয়ে তাঁরা সাফ জানিয়েছে, 'কর্তৃপক্ষ যদি অবিলম্বে ভারতব্যাপী সমস্ত ফ্লাইং ক্রু-দের জন্য টিকাকরণের ব্যবস্থা না করতে পারেন, তাহলে আমরা কাজ বন্ধ করে দেব।'  ইউনিয়নের তরফে আরও জানানো হয়েছে, 'ইতিমধ্যেই একাধিক কর্মী করোনা আক্রান্ত হয়েছেন এবং অক্সিজেনের অভাবে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।'


কর্তৃপক্ষকে দেওয়া ইউনিয়নের চিঠিতে বলা হয়েছে, 'কর্মীরা অনেকেই হাসপাতালে ভর্তি হতে পারেননি। অথচ কর্তৃপক্ষ নিরব। তারা শুধুই মৌখিক আশ্বাস দিয়েছেন। একের পর এক সার্কুলার পেশ করে গিয়েছেন। তাতে কোনও সুরাহা হয়নি। কর্মীদের স্বাস্থ্যের দিক নিয়ে চিন্তা তো দূরের কথা, ভ্যাকসিনের ব্যবস্থাও বিশ বাঁও জলেই।' 


তাঁদের অভিযোগ, 'মহামারীর সময়ে ফ্লাইং ক্রু-রা নিজেদের স্বাস্থ্যের ঝুঁকি নিয়ে নাগরিকদের পরিষেবা নিশ্চিত করেছে। সমস্ত সীমা অতিক্রম করে দিন-রাত কাজ করে গিয়েছে। এমনকি করোনার ভয়াবহ পরিস্থিতিতেও ভিবিএম এবং উদ্ধারকার্য সমান ভাবে চালিয়ে গিয়েছেন বিমান কর্মীরা। 


তাঁদের দাবি, এই কঠোর পরিশ্রমের বিনিময়ে স্যালারি পে কাট ছাড়া আর কিছুই মেলেনি। পাশাপাশি ইউনিয়নের দেওয়া চিঠিতে আরও বলা হয়েছে, 'যে সমস্ত কর্মচারীরা অফিসের ডেস্কে এবং বাড়ি থেকে কাজ করছেন তাঁরা টিকা নিতে পেরেছেন। এবং  ফ্লাইং ক্রুদের ঝুঁকির মধ্যে রাখা হয়েছে।'