হাওড়া: ফের অমানবিকতার ছবি হাওড়ার জগৎবল্লভপুরে। মৃত্যুর ৯ ঘণ্টার পরেও বাড়িতেই পড়ে এক করোনা আক্রান্ত বৃদ্ধের মৃতদেহ। আজ সকাল ৮টা নাগাদ বাড়িতেই মৃত্যু বৃদ্ধের। অভিযোগ, থানা, পঞ্চায়েত, বিডিও অফিসে জানিয়েও হয়নি সৎকার।
মৃত ওই ব্যক্তির নাম দিলীপ সামন্ত। ৬৬ বছর বয়সী ওই বৃদ্ধে দেহ সৎকারের আশ্বাস দিলেও এখনও পর্যন্ত নামে ওই বৃদ্ধের দেহ ঘরেই পড়ে রয়েছে। আজ, শুক্রবার সকাল আটটা নাগাদ নিজের বাড়িতেই মারা যাযন দিলীপ সামন্ত। এপ্রিল মাসের শেষের দিকে তিনি জ্বর এবং শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। গত ২৯ এপ্রিল করোনা পরীক্ষা হলে জানা যায় সংক্রমিত হয়েছেন তিনি। এরপর পরিবারের সদস্যরা চিকিৎসকের পরামর্শমতো তাঁকে বাড়িতে রেখেই চিকিৎসা শুরু করেন।
পরিবার সূত্রে খবর, আজ সকাল সোয়া আটটা নাগাদ তাঁর মৃত্যু হয়। পরিবারের সদস্যদের অভিযোগ তারা জগৎবল্লভপুর থানা, স্থানীয় পঞ্চায়েত এবং বিডিও অফিসে খবর দিলেও প্রশাসনের পক্ষ থেকে দেহ সৎকারের কোনও ব্যবস্থা করা হয়নি। সন্ধে সাতটা পর্যন্ত বাড়িতেই পড়ে দেহ। বাড়ির লোকের এবং প্রতিবেশীদের আশঙ্কা মৃতদেহ থেকে সংক্রমণ ছড়াতে পারে। আতঙ্কে রয়েছে গ্রামবাসীরা। এদিকে জগৎবল্লভপুর এর বিডিও মনতোষ রায় জানিয়েছেন পুলিশের সহযোগিতা নিয়ে ঘণ্টা দুয়েকের মধ্যে দেহ সৎকারের ব্যবস্থা করা হবে। যদিও ২ ঘণ্টা পেরিয়ে গেলেও তা হয়নি বলে অভিযোগ।
এদিকে রাজ্যে বেলাগাম করোনা, দৈনিক সংক্রমণে ফের রেকর্ড। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত রাজ্যে আক্রান্তের সংখ্যা ১৯২১৬। মৃত্যু হয়েছে ১১২ জনের। একদিনে সুস্থ হয়েছেন ১৭ হাজার ৭৮০ জন। কলকাতায় একদিনে আক্রান্ত হয়েছেন ৩৯১৫ জন, মৃত ২৮ জন। উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত হয়েছেন ৩৯৫৭ জন, মৃত ৩৩ জন।
রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৯ লক্ষ ৩৫ হাজার ৬৬। একদিনে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৩২৪। মোট অ্যাক্টিভ কেস ১ লক্ষ ২৪ হাজার ৯৮। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১২ হাজার ৭৬ জনের। সুস্থতার হার ৮৫. ৭৩ শতাংশ। বর্তমানে হোম কোয়ারান্টিনে আছেন ৬১ হাজার ৬৮০ জন। বুলেটিন অনুযায়ী, ৬৪ হাজার ৫৫১ নমুনা পরীক্ষা হয়েছে গত ২৪ ঘণ্টায়।