দিল্লি : গত শুক্রবার দিল্লির নিগামবোধ ঘাট শ্মশানে এসেছিলেন রাহুল। বোনের মৃতদেহ সৎকার করতে। আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তাঁর বোন। কোভিডের কারণে শারীরিক জটিলতা দেখা দেওয়ায় দিল্লির এলএনজিপি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। দিল্লির পাহাড়গঞ্জের বাড়ি থেকে মৃতদেহ সৎকার করতে এসেছিল গোটা পরিবার।
রাহুল আক্ষেপ করে বলছিলেন, আমার খুড়তুতো বোন আট মাসের অন্তঃসত্ত্বা ছিল। জানি না কী কেলেঙ্কারি এখানে চলছে!
কোভিডে মৃত্যু বৃদ্ধির সঙ্গে সঙ্গে দিল্লি শহরের শ্মশানগুলিতে রাত জেগে দেহ সৎকারের কাজ চলছে। এই শ্মশানগুলি পরিচালনা করে পৌরসভা। তাদের বক্তব্য, গত বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ৪৩২ জনের দেহ সৎকার করা হয়েছে। অথচ ১৬ এপ্রিল এই সংখ্যাটা ছিল ১৯৩। ১৬ এপ্রিল থেকে কোভিড বিধি মেনে ১ হাজার ৯৪৭টি মৃতদেহ সৎকার করা হয়েছে।
রাতেও কাজ চলছে নিগামবোধ ঘাটে। এখানে সর্বোচ্চ ৮০টি দেহের সৎকার হয়েছে। পাঞ্জাবি বাগে ৬৮টি, মঙ্গলপুরিতে ৪৪টি । পৌরসভার আধিকারিকরা বলছেন, গত দুই সপ্তাহে সৎকারের ব্যবস্থা তিন গুণ বাড়ানো হয়েছে। শহরে এমন ২৩টি ব্যবস্থা আছে যেখানে প্রতিদিন ৬৫৫টি দেহ সৎকার করা যেতে পারে।
পরিসংখ্যান অনুযায়ী, দিল্লিতে গত বুধবার ১৮১টি মৃতদেহ সৎকার করা হয়েছে। উত্তর দিল্লি পৌরনিগমের অধীনে রয়েছে এই শ্মশান ও কবরস্থানগুলি। দক্ষিণ দিল্লিতেও শ্মশানগুলিতে চাপ বেড়েছে মৃতদেহের। ২১২টি মৃতদেহ সৎকার করা হয়েছে একদিনে। এবং পূর্ব দিল্লি পৌরনিগমের অধীনে ৩৯টি।
আধিকারিকরা জানিয়েছেন, এই পরিস্থিতিতে পশ্চিম বিহারে শ্মশানে চুল্লির সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৬০ করার সিদ্ধান্ত নিয়েছে উত্তর দিল্লি পৌরনিগম।
প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় করোনায় সর্বোচ্চ মৃত্যু দেখেছে দিল্লি। ৩০৬ জনের মৃত্যু হয়েছে। সংক্রমিত হয়েছেন ২৬ হাজারের বেশি মানুষ। যদিও কংগ্রেসের অভিযোগ, মৃতের সংখ্যা কমিয়ে দেখানো হচ্ছে। কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভির প্রশ্ন, সরকার কেন সংক্রমণ এবং মৃতের সংখ্যা কমিয়ে দেখাচ্ছে ?