কলকাতা : অর্জুন সিংহর সভার আগে বেলগাছিয়ায় উত্তেজনা । বিজেপির মঞ্চ ভাঙাকে কেন্দ্র করে বিজেপি-তৃণমূল সংঘর্ষ।অর্জুন সিংহর নিরাপত্তারক্ষীরা গুলি চালায় বলে অভিযোগ ।ঘটনাস্থল থেকে উদ্ধার গুলির খোল।সভামঞ্চ ভাঙচুর করেছে তৃণমূল, অভিযোগ বিজেপির।কমিশনের নিয়ম না মেনে সভা করছিল বিজেপি, অভিযোগ তৃণমূলের । প্রতিবাদ করলে বিজেপি হামলা চালায় বলে পাল্টা অভিযোগ। 



জানা গেছে, বিকেল সাড়ে ৫ টা নাগাদ বিজেপি প্রার্থী শিবাজী সিংহ রায়ের সমর্থনে মিটিং করতে আসেন অর্জুন সিংহ। সেখানে মঞ্চ থেকে কিছু আপত্তিকর স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ। তা নিয়ে উত্তেজিত পড়ে জনতা, অভিযোগ তৃণমূলের। অর্জুন সিংহের নিরাপত্তারক্ষীরা গুলি চালায় বলেও অভিযোগ। 


পক্ষান্তরে সাংসদ অর্জুন সিংহের দাবি, তিনি গাড়ি থেকে নামতেই জনতার একাংশ মারমুখী হয়ে ওঠে । ওই উত্তেজনার মধ্যে তিনি গলির মধ্যে থেকে গুলির আওয়াজ পান।


বিজেপি নেতার দাবি, ''তখনই আমার নিরাপত্তারক্ষীরা প্রথমে লাঠি চার্জ করেন। তখন আমাকে ওই জায়গার বিপদ থেকে বের করে নিয়ে যেতেই শূন্যে গুলি চালায় তারা। ''  নিরাপত্তা রক্ষীরা তাঁকে নিরাপদে বের করে আনতেই গুলি ছোড়ে বলে দাবি অর্জুনের।


অন্যদিকে তৃণমূল প্রার্থী অতীন ঘোষের দাবি, ওই মঞ্চ থেকে ক্রমাগত আপত্তিকর স্লোগান উঠছিল। তাই ওখানকার সাধারণ মানুষ বেরিয়ে প্রতিবাদ করে। তাতে কোনও রাজনৈতিক যোগ ছিল না। উত্তেজিত জনতা দেখেই পিছু হঠেন অর্জুন। 

এই ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। কেন গুলি চলল, কী পরিস্থিতি হয়েছিল জানতে চায় কমিশন। 

অন্যদিকে, মালদা বিধানসভার বিজেপি প্রার্থীর ওপর গুলি চালানোর ঘটনায় গ্রেফতার বিজেপির পঞ্চায়েত প্রধানের ভাইপো!
বৃহস্পতিবার রাতে সাহাপুর এবং ইংরেজবাজার এলাকা থেকে আকাশ-সহ ৬ জনকে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতার করা হয়েছে আরও ৫ জনকে। তৃণমূলের দাবি, প্রার্থী নিয়ে বিজেপির কোন্দলের জেরেই গুলি চালানোর তত্ত্ব প্রতিষ্ঠিত হল। পাল্টা বিজেপির দাবি, ভোটের মুখে চক্রান্ত করছে শাসকদল।