হায়দরাবাদ : করোনায় আক্রান্ত আট সিংহ(এশিয়া মহাদেশীয়)। হায়দরাবাদের নেহেরু জুওলজিক্যাল পার্কের ঘটনা। পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রকের তরফে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, ওই আটটি সিংহের শ্বাসকষ্ট হচ্ছিল। গত ২৪ এপ্রিল তাদের অ্যানাসথেসিয়া করে নাক, গলা ও শ্বাসনালী থেকে নমুনা সংগ্রহ করা হয়। ৪ মে নমুনা পরীক্ষার পর দেখা গিয়েছে, সিংহগুলি করোনায় আক্রান্ত।
সংবাদ সংস্থা এএনআই-কে চিড়িয়াখানার জনসংযোগ আধিকারিক হানিফ জানিয়েছেন, কোভিডের উপসর্গ দেখা যাওয়ার পর এই সিংহগুলির RT-PCR পরীক্ষা করা হয়েছিল। চিকিৎসকরা নিয়মিত সিংগুলির স্বাস্থ্য পরীক্ষা করছেন।
সংক্রমিত সিংহগুলির যথাযথ যত্ন নেওয়া হচ্ছে, এই আশ্বাস দিয়ে মন্ত্রকের তরফে বলা হয়েছে, নমুনার আরও পরীক্ষা করে দেখা গিয়েছে, চিন্তিত হওয়ার মতো কোনও ভ্যারিয়েন্টের জেরে থেকে এই সংক্রমণ হয়নি। আটটি সিংহকেই আইসোলেশনে রাখা হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। যত্ন নেওয়া হচ্ছে। সিংহগুলি চিকিৎসায় সাড়াও দিচ্ছে। সেরে উঠছে ওরা। সাধারণ ব্যবহার করছে। ভালো খাওয়া-দাওয়াও করছে। চিড়িয়াখানার কর্মীদের জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সাবধানতা অবলম্বনের জন্য চিড়িয়াখানা বন্ধ রাখা হয়েছে।
এদিকে কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ করোনার প্রতিরোধে বিভিন্ন গাইডলাইন জারি করেছে। উত্তরপ্রদেশে অবস্থিত ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইন্সটিটিউট ও হায়দরাবাদের সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজি-ল্যাবেরটরি ফর কনসারভেশন অফ এনডেনজারড স্পেসিজের বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে চিড়িয়াখানায় প্রাণীর তত্ত্বাবধায়কদের জন্য বিভিন্ন সুরক্ষা বিধি গ্রহণ করা হয়েছে। এই তালিকায় রয়েছে-নমুনা সংগ্রহ এবং সন্দেহ হলেই শনাক্ত করার মতো বিষয়গুলি।
মন্ত্রকের তরফে বলা হয়েছে, বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে করোনা প্রতিরোধে আরও পদক্ষেপ করার চেষ্টা করা হচ্ছে। অতিরিক্ত তথ্য দেওয়া হবে। গত বছর বিশ্বের বিভিন্ন প্রান্তের চিড়িয়াখানায় যেখানে প্রাণীরা করোনায় আক্রান্ত হয়েছে, তা খতিয়ে দেখা গিয়েছে, প্রাণীদের থেকে মানব শরীরে এই সংক্রমণ হয় না।
প্রসঙ্গত, দ্য সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজি(CCMB) করোনা ভাইরাসের N440K ভ্যারিয়েন্টের খোঁজ পেয়েছে। অন্ধ্রপ্রদেশের কুর্নুলে প্রথম এই ভ্যারিয়েন্টের হদিশ পাওয়া যায়। এটি মূল ভাইরাসের থেকে ১০ গুণ বেশি সংক্রামক বলে জানাচ্ছেন গবেষকরা।