পশ্চিম বর্ধমান: দেশজুড়ে ভয়ঙ্কর করোনা পরিস্থিতি। প্রতিদিন হাজার হাজার মানুষ সংক্রমণের শিকার হচ্ছেন। মারাও যাচ্ছেন অনেক। চিকিৎসার সুযোগও অনেক ক্ষেত্রে মিলছে না বলে অভিযোগ। সেইসঙ্গে অক্সিজেন, ওষুধপত্রের সংকটের খবর তো কয়েকদিন ধরেই ছেয়ে রয়েছে। এরইমধ্যে মর্মান্তিক ঘটনা পশ্চিম বর্ধমানের দূর্গাপুরে। এক ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। আর বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেল তাঁর ছেলেকে। চিকিৎসাধীন ব্যক্তির নাম কানাই কর বলে জানা গেছে। তাঁর ছেলে আকাশ কর আত্মঘাতী হয়েছেন বলে তাঁর মা ও প্রতিবেশীদের অনুমান। হাসপাতালে চিকিৎসার খরচ জোগাড় করতে না পেরেই মানসিক অবসাদে ওই যুবক আত্মহত্যা করেছেন বলে অনুমান।
জানা গেছে, করোনা আক্রান্ত হয়ে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালের বিল হয়েছে ৩ লক্ষ টাকার বেশি। এই টাকা কীভাবে যোগাড় করা যাবে, তা নিয়ে চিন্তিত ছিলেন আকাশ। কিছু টাকা জোগাড়ও হয়। কিন্তু বাকি টাকা জোগাড় করা সম্ভব হচ্ছিল না।
এরইমধ্যে এদিন সকালে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরোন ওই যুবক। বাড়িতে তাঁকে দেখতে না পেয়ে খোঁজ করতে শুরু করেন তাঁর মা। কিছুক্ষণ পরে স্থানীয়রা একটি কুয়োয় ওই যুবককে ভাসতে দেখেন। তাঁরাই কুয়ো থেকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান ওই যুবককে। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
জানা গেছে, পরিবারের লোকজন টাকার জোগাড়ের জন্য স্থানীয় জনপ্রতিনিধি সহ অন্যান্যদের সঙ্গে যোগাযোগও করেছিলেন। আশ্বাসও মিলেছিল। তারপরও টাকা জোগাড়ের চিন্তায় মানসিক অবসাদগ্রস্ত হয়ে ওই যুবক আত্মহত্যা করেছেন বলে পরিবার ও প্রতিবেশীদের অনুমান।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া। করোনা পরিস্থিতির মধ্যে এই ঘটনা স্বাভাবিকভাবে সবাইকে বিহ্বল করে তুলেছে।
উল্লেখ্য, এ রাজ্যেও করোনা পরিস্থিতি উদ্বেগজনক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আগামী ৩০ মে পর্যন্ত কার্যত লকডাউন জারি হয়েছে রাজ্যে। এই পর্বে করোনার শৃঙ্খল ভাঙতে বিধিনিষেধে আরও কড়াকড়ি করা হয়েছে।