দিল্লি : আজও তিন লক্ষর বেশি আক্রান্ত। করোনা পরিস্থিত দিন দিন ভয়াবহ হয়ে উঠছে ভারতে। এই অবস্থায় ভারতের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রো। 


ইম্যানুয়েল ম্যাক্রোর বার্তা টুইট করেছেন ফ্রান্সের অ্যাম্বেসেডর ইম্যানুয়েল লেনিন। তাতে লেখা, করোনার ক্রমবর্দ্ধমান পরিস্থিতিতে ভারতবাসীর পাশে থাকার বার্তা দিতে চাই। এই কঠিন পরিস্থিতিতে ফ্রান্স আপনাদের পাশে আছে। আমরা ভারতকে সাহায্য করতে প্রস্তুত।


গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৩ লক্ষ ৩২ হাজার ৭৩০ জন করোনায় আক্রান্ত। এনিয়ে দেশে মোট সংক্রমণের সংখ্যা ১.৬২ কোটি। মোট মৃত্যু ১ লক্ষ ৮৬ হাজার ৯২০ জনের। গত মঙ্গলবার করোনা পরিস্থিতি নিয়ে জাতীর উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী বলেছিলেন, করোনার দ্বিতীয় ঢেউ ঝড়ের মতো দেশের উপর আছড়ে পড়েছে। 


এদিকে সংক্রমণ বাড়ার সাথে সাথে দেশজুড়ে স্বাস্থ্য ব্যবস্থায় ব্যাপক সঙ্কট দেখা দিয়েছে। অনেক রাজ্যে অক্সিজেন, বেড এবং প্রয়োজনীয় ওষুধের ঘাটতি দিন দিন প্রকট হচ্ছে।


এই পরিস্থিতিতে অনেক দেশই ভারতে যাতায়াতের উপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছে। গত বুধবারই ফ্রান্স ঘোষণা করেছে, যাঁরা ভারত থেকে আসছেন তাঁদের ১০ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। রবিবার থেকে ১০দিনের জন্য ভারতে যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করেছে সংযুক্ত আরব আমিরশাহী। শুধু তাই নয়, গত ১৪ দিনের মধ্যে যাঁরা ভারত হয়ে সেদেশে গেছেন, তাঁদের যাতায়াতের উপরও বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়। প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে ইংল্যান্ডও ভারতকে লাল তালিকাভুক্ত করেছে। এর পাশাপাশি লেভেল ফোর সতর্কবার্তা জারি করেছে ইংল্যান্ড। অর্থাৎ, যাঁরা ভারতের বিভিন্ন জায়গায় ঘুরে সেদেশে পৌঁছেছেন, তাঁদের টিকাকরণ হয়ে গেলেও তাঁরা যাতে ইংল্যান্ডে ঘুরে না বেড়ান সেই নির্দেশ দেওয়া হয়েছে।


ভারতে করোনা পরিস্থিতির জেরে রাশিয়ার দূতাবাসও তাদের ভিসা সেকশন সাময়িক স্থগিত রেখেছে। গত মঙ্গলবার থেকে ভারতের সঙ্গে সংযুক্তকারী সমস্ত উড়ান পরিষেবা সাসপেন্ড করেছে হংকং।