শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: রাস্তার কাজ করতে গেলে লাগবে দলের অনুমোদন। এই কথা বলেই রাস্তা তৈরির ঠিকাদারকে ধমক দেওয়ার অভিযোগ উঠল কোচবিহারের তৃণমূল নেতার বিরুদ্ধে। হুমকির ঘটনায় ভাইরাল রয়েছে কথোপকথনের অডিও। আর এই ঘটনাকেই কেন্দ্র করে সামনে এসে পড়েছে তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব। গোটা ঘটনায় তীব্র কটাক্ষ করেছে বিজেপি।


কী রয়েছে ওই অডিওতে?
ভাইরাল হওয়া অডিওতে যে দুটি গলা শোনা যাচ্ছে, তার একটি হাড়িভাঙার তৃণমূল অঞ্চল সভাপতি সামশের আলি এবং অন্যটি ঠিকাদারের গলা বলে দাবি। সেখানে শোনা যাচ্ছে, একটি গলা বলছে, 'রহমতকে অর্ডার দিয়েছেন, এটা যেমন ঠিক কথা, তাহলে এই রাস্তার... প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার কোনও প্রয়োজন বোধ করলেন না?' তখন অন্য গলাটি বলছে, 'প্রধানের সঙ্গে তো কথা হয়েছে, প্রধান তো বলেছেন, সব কথা বলে নেব।' তারপর পাল্টা অন্য গলাটি বলছে, 'Who are you? প্রধান কে?' তখন অন্য গলাটি, যেটা ঠিকাদারের গলা বলে দাবি করা হচ্ছে, তাঁকে বলতে শোনা যাচ্ছে, 'সেটা আমি কী করে বলব দাদা?'


পঞ্চায়েত ভোটের মুখে, উন্নয়নে গতি আনতে রাস্তাশ্রী, পথশ্রী প্রকল্প হাতে নিয়েছে তৃণমূল সরকার। রাজ্য বাজেটেও এর উপর জোর দেওয়া হয়েছে। এই প্রেক্ষাপটেই রাস্তার কাজ নিয়ে তৃণমূলের অঞ্চল সভাপতি ও এক ঠিকাদারের কথোপকথনের ভাইরাল অডিও ক্লিপ ঘিরে শুরু হয়েছে বিতর্ক। 


রাস্তা করার আগে, কেন তৃণমূলের অঞ্চল সভাপতির সঙ্গে কথা বলা হয়নি? এই প্রশ্ন তুলে যিনি ঠিকাদারকে কার্যত ধমক দিচ্ছেন, তিনি কোচবিহারের হাড়িভাঙা অঞ্চলের তৃণমূলের সভাপতি। তাঁকে বলতে শোনা যাচ্ছে, 'এই রাস্তা কে অনুমোদন করেছে? প্রধান অনুমোদন করেছে না পার্টি করেছে?' তখন ঠিকাদার বলছেন, 'সেটা কী করে বলব দাদা।' তখন সামশের আলি বলছেন, 'সেটা কী করে বলবেন না বলবেন দেখার দরকার নেই। রহমতকে বললাম, আমি স্পট দেখিয়েছি সেখানে মাল ফেলতে হবে। তারপর আপনি বসবেন, কথা হবে। তারপর কাজ হবে। কথাটা বুঝেছেন?' তা শুনে ঠিকাদার প্রশ্ন করেন, 'কার সঙ্গে বসতে হবে?' তখন সামশের আলি বলেন, 'অঞ্চল সভাপতির সঙ্গে বসতে হবে, পার্টির সঙ্গে বসতে হবে।....এটা পার্টির কাজ।'


ভাইরাল অডিওটি যে তাঁর, তা স্বীকার করে নিয়েছেন তৃণমূলের অঞ্চল সভাপতি। আর এই ঘটনা ঘিরে সামনে এসে পড়েছে তৃণমূলের অন্দরের বিবাদ। সামশের আলি বলেন, 'দলের স্বার্থেই আমি এটা করেছি, কারণ স্থানীয় তৃণমূল প্রধান কোনও উন্নয়নের কাজ করছেন না।' পাল্টা তৃণমূল নেতা ও হাড়িভাঙা গ্রাম পঞ্চায়েতের প্রধান শংকর দেবনাথ বলেন, 'দীর্ঘদিন থেকে অঞ্চল সভাপতি উন্নয়নের কাজে বাধা তৈরি করছেন।'


পাল্টা কটাক্ষ করতে দেরি করেনি বিজেপি। কোচবিহারের বিজেপি সভাপতি সুকুমার রায় বলেন, 'এটা তো তৃণমূলের চরিত্র, এই যে রাস্তার কাজ শুরু হয়েছে, কাটমানির কাজ শুরু হয়েছে, কে কতটা কামাতে পারে, পঞ্চায়েত ভোটের আগে সেসবই চলছে, টাকা দিতে পারছে না বলে হুমকি দিচ্ছে।' অডিও ক্লিপের সত্যতা থাকলে দল ব্যবস্থা নেবে বলে দাবি করেছেন তৃণমূলের রাজ্য মুখপাত্র পার্থপ্রতিম রায়।


আরও পড়ুন: আগেই নষ্ট ইঞ্জিন ও চেসিস নম্বর, কয়লা মাফিয়া খুনের পিছনে 'মাথা' কার?