কলকাতা: রাজ্যজুড়ে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে এবার বন্ধ থাকা সেফ হোম এবং কোয়ারান্টিন সেন্টার চালু করার উদ্যোগ নিল কলকাতা পুরসভা। আজ থেকে চালু হল সার্ভে পার্কের কিশোর ভারতী স্টেডিয়ামের কোয়ারান্টিন সেন্টার। ১২০ জন করোনা রোগীর থাকার ব্যবস্থা করা হয়েছে।
ইতিমধ্যে করোনা রোগীদের জন্য শয্যা সহ যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। রোগীদের সুবিধার জন্য আনা হয়েছে পাখাও। ডাক্তার সহ স্বাস্থ্যকর্মীরা পৌঁছে গিয়েছেন সেখানে। অন্যদিকে পরিস্থিতি মোকাবিলায় কলকাতা পুরসভায় আজ উচ্চ পর্যায়ের বৈঠক হয়। ১৪৪টি ওয়ার্ডে শুরু হচ্ছে টিকাকরণ। এতদিন পর্যন্ত ১২০টি ওয়ার্ডে চলত ভ্যাকসিনেশন। বেশ কিছু হোটেলেও কোয়ারান্টিন সেন্টার বা সেফ হোমের ব্যবস্থা করা হচ্ছে। সূত্রের খবর, সেখানেই করোনার প্রাথমিক চিকিৎসা শুরু হবে।
এদিকে ভোটের আগে একের পর এক প্রার্থী করোনার কবলে। করোনায় আক্রান্ত গোয়ালপোখরের তৃণমূল প্রার্থী গোলাম রব্বানি। আপাতত হোম আইসোলেশনেই আছেন তিনি। অন্যদিকে জঙ্গিপুরের আরএসপি প্রার্থীও আক্রান্ত হয়েছেন মারণ ভাইরাসে। হাসপাতালে ভর্তি প্রার্থী প্রদীপ নন্দী।
এদিকে এরাজ্যের পাশাপাশি দেশজুড়ে ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ। প্রতিদিনই আগের দিনের পরিসংখ্যানকে ছাপিয়ে যাচ্ছে দৈনিক সংক্রমণ। ভয়ঙ্কর হয়ে ওঠার বার্তা দিচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ। দেশে ফের রেকর্ড গড়ল করোনা। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ২ লক্ষ। এখনও পর্যন্ত একদিনের আক্রান্তের হিসেবে যা সবথেকে বেশি। কেন্দ্রের করোনা বুলেটিন বলছে, গত একদিনে দেশে নতুন করে কোভিড পজিটিভ রোগী ধরা পড়েছে ২,০০,৭৩৯ জন। সব মিলিয়ে দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১,৪০,৭৪,৫৬৪ জন। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট জানাচ্ছে, দেশে বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১,৪৭,১৮৭৭ জন।
দেশের বর্তমান করোনা পরিস্থিতি বলছে, সবথেকে খারাপ অবস্থা মহারাষ্ট্রের। কোভিড ১৯ নিয়ন্ত্রণে বুধবার রাত থেকেই করোনা কার্ফু জারি করেছে মহারাষ্ট্র সরকার। সেখানে বহু বিধিনিষেধের পথে হেঁটেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। আগামী ১মে পর্যন্ত সিনেমা,সিরিয়াল ও বিজ্ঞাপনের শ্যুটিংয়ের ওপর জারি হয়েছে নিষেধাজ্ঞা।কেবল কাজের দিনে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবায় ছাড় দেওয়া হয়েছে। বিয়েবাড়িতে ২৫ জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা জারি হয়েছে।