ভোপাল : শুক্রবার থেকে সোমবার। সন্ধে ৬টা থেকে সকাল ৬টা। লকডাউন হবে মধ্যপ্রদেশে। করোনা ভাইরাসের বাড়বাড়ন্ত রুখতে সিদ্ধান্ত সে রাজ্যের সরকারের। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ একথা জানান। রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেন চৌহান। পরে বেরিয়ে সাংবাদিকদের জানান, কোভিড আক্রান্তদের জন্য বেডের সংখ্যা বাড়িয়ে এক লাখ করার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য। একইসঙ্গে জানান, মধ্যপ্রদেশের সব শহরে সপ্তাহান্তে লকডাউন কার্যকর করা হবে।

  


মুখ্যমন্ত্রী জানান, করোনা পরিস্থিতি খতিয়ে দেখবে বিভিন্ন সঙ্কট মোকাবিলা গ্রুপ। এবং তারা করোনা মোকাবিলায় করণীয় নিয়ে সিদ্ধান্ত নেবে। মুখ্যমন্ত্রী আরও জানান,বেড সংখ্যা বাড়ানোর পাশাপাশি বাহান্নটি জেলার প্রতিটিতে করোনা কেয়ার সেন্টার বাড়ানোর সিদ্ধান্তও নিয়েছে রাজ্য। কোভিড বেড বাড়ানো হবে বেসরকারি হাসপাতালেও। 


বুধবার নতুন করে ৪ হাজার তেতাল্লিশ জন আক্রান্ত হয়েছেন মধ্যপ্রদেশে। এই নিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ লক্ষ আঠেরো হাজার  চোদ্দো জন। নতুন করে মারা গিয়েছেন ১৩ জন। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ছিয়াশি জন। এদিকে, স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দশটি রাজ্যে করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত দেখা গিয়েছে। তাদের মধ্যে রয়েছে মহারাষ্ট্র, ছত্তিশগড়, কর্নাটক, উত্তর প্রদেশ, দিল্লি, তামিলনাড়ু, গুজরাত, পঞ্জাব, উত্তর প্রদেশ, দিল্লি, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, গুজরাত, কেরালা এবং পঞ্জাব। নতুন করে যে এক লক্ষ ছাব্বিশ হাজার সাতশো উননব্বই নতুন সংক্রমণ হয়েছে দেশে তার মধ্যে ৮৪.২১ শতাংশই এই দশ রাজ্য থেকে। 


মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, মার্চ ও এপ্রিলের প্রথম সাত দিনে দেশের সংক্রমণের হার ৬.২১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আগে যে হার ছিল ২.১৯ শতাংশ এখন সে হার ৮.৪০ শতাংশ। আজ দেশের দৈনিক সংক্রমণ রেকর্ড বৃদ্ধি পেয়েছে। ১ লক্ষ ছাব্বিশ হাজার সাতশো উননব্বই জন নতুন করে আক্রান্ত হয়েছেন।  সব থেকে বেশি দৈনিক সংক্রমণের হার মহারাষ্ট্রের। সে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৫৯,৯০৭।