হাওড়া : রাজ্যে রোজ লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। যদিও ভয়াবহ পরিস্থিতির মাঝেও হুঁশ নেই একাংশের। এবার তাদের নিয়মনীতি মেনে চলতে বাধ্য করতে কড়া পদক্ষেপ রাজ্যের। নবান্নের তরফে নতুন নির্দেশিকা প্রকাশ করে জানিয়ে দেওয়া হল, এবার থেকে মাস্ক ছাড়া বাইরে বেরোলেই পড়তে হবে আইনি ব্যবস্থার মুখে। মাস্ক ছাড়া বাইরে বের হলেই বিপর্যয় মোকাবিলা আইনে পদক্ষেপ গ্রহণ করা হবে।
শনিবার নতুন এক নির্দেশিকা প্রকাশ করেছে নবান্ন। রাজ্যের মুখ্যসচিবের তরফে দেওয়া নির্দেশে বলা হয়েছে, বাড়ির বাইরে বেরোনোর সময় মাস্ক পরা বাধ্যতামূলক। জনসমক্ষে কাজের জন্য কেউ বাইরে বের হলে মাস্ক পড়া ও শারীরিক দূরত্ববিধি মেনে চলতে হবে। কেউ মাস্ক না পরলে বা সামাজিক দূরত্ববিধি না মেনে চললে পুলিশকে তাদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনে ব্যবস্থা নিতে বলা হয়েছে। কলকাতা ও রাজ্য পুলিশকে এই মর্মেই নির্দেশ দেওয়া হয়েছে।
এমনিতেই রাজ্যে হু হু করে বাড়ছে করোনা সংক্রমিতের সংখ্যা । গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা পেরিয়ে গিয়েছে ১৪ হাজার। শনিবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় এ রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১৪ হাজার ২৮১ জন । যার ফলে এই মুহূর্তে রাজ্যে করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউ মিলিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭২৮০৬১ । গত বছর এবং এ বছর এ রাজ্যে মোট করোনায় মোট মৃত্যু হয়েছে ১০ হাজার ৮৮৪ জনের। তার মধ্যে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৯ জনের ।
শুধুমাত্র কলকাতায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৭০ জন, মৃত ২০ । উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ২ হাজার ৮২১ জন, মৃত ১২ । গত ২৪ ঘণ্টায় অ্যাকটিভ রোগীর সংখ্যা বাড়াল ৬ হাজার ৬৩৮ । এই মুহূর্তে রাজ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৮১ হাজার ৩৭৫ ।
এই অবস্থায় বিভিন্ন হাসপাতালে বাড়তি বেড অধিগ্রহণ, অক্সিজেন সরবরাহ পর্যাপ্ত রাখার ব্যবস্থায় একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য। এর পর এবার জনমানসে বাড়তি সচেতনতা তৈরি করতে কড়া নির্দেশও জারি করল নবান্ন।