কলকাতা: রাজা হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা । গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা পেরল ১৪ হাজার। শনিবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় এ রাজ্যে নতুন করে করোনার সংক্রমিত হয়েছেন ১৪ হাজার ২৮১ জন । এই মুহূর্তে রাজ্যে করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউ মিলিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭২৮০৬১ । গত বছর এবং এ বছর এ রাজ্যে মোট করোনায় মৃত্যু ১০ হাজার ৮৮৪ জনের । তার মধ্যে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৯ জনের ।
শুধুমাত্র কলকাতায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৭০ জন, মৃত ২০ । উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ২ হাজার ৮২১ জন, মৃত ১২ । গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা বাড়াল ৬ হাজার ৬৩৮ । এই মুহূর্তে রাজ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৮১ হাজার ৩৭৫ ।
রাজ্যে ক্রমেই ভয়াবহ হচ্ছে করোনা পরিস্থিতি। একদিকে চারিদিকে বাড়ছে অক্সিজেনের আকাল, আর অন্যদিকে বাড়ছে বেড সঙ্কট। করোনা পরিস্থিতি মোকাবিলায় বেড আরও বাড়ল রাজ্যে। আর আহমেদ ডেন্টাল কলেজে ১১২ ও মুকুন্দপুর আমরিতে ১১০টি বেডের ব্যবস্থা হচ্ছে। বেসরকারি হাসপাতালে ৬০ শতাংশ বেড করোনার চিকিৎসার জন্য নির্দেশ দিল রাজ্য। প্রকৃত রোগীরাই যাতে বেড পান তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য অধিকর্তা।
সেই সঙ্গে, যে সব করোনা রোগীর অক্সিজেনের প্রয়োজন নেই তাঁদের জেনারেল ওয়ার্ডে স্থানান্তর করা এবং যাঁদের জেনারেল ওয়ার্ডেও ভর্তি থাকার প্রয়োজন নেই তাদের ছুটি দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য অধিকর্তা। প্রয়োজন ছাড়াই ভর্তি করা গুরুতর অপরাধ বলেও পোস্টে ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্য অধিকর্তা। পাশাপাশি সিএমওএইচ ও হাসপাতালের সুপারদের রোজ সিসিইউ ও ওয়ার্ডে গিয়ে সরেজমিনে নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন তিনি।
তবে এই পরিস্থিতিতেও কিন্তু অনেকের মুখে এখনও চোখে পড়ছে না মাস্ক। শহরের একাধিক জায়গায় মাস্কহীন মুখ দেখলেই চলছে দেদার ধরপাকড়।