মুম্বই : করোনা মোকাবিলায় এর আগে একাধিক পদক্ষেপ নিয়েছে মহারাষ্ট্র সরকার। এবার নয়া উদ্যোগ। রাজ্যের যে ১৮টি জেলা Covid-19 রেড জোনে রয়েছে, সেখানে এবার থেকে আর করোনা আক্রান্তদের হোম আইসোলেশনে রাখা যাবে না। আজ এই সিদ্ধান্ত নিয়েছে উদ্ধব ঠাকরে সরকার।
এর সাথে সামঞ্জস্য রেখে এই ১৮টি জেলার প্রশাসনকে কোভিড কেয়ার সেন্টারের সংখ্যা বাড়াতে বলা হয়েছে। এই জেলাগুলি হল- পুণে, নাগপুর, মুম্বই সিটি, মুম্বই সাবআর্বস, থানে, লাতুর, নান্দেদ, অমরাবতী, সিন্ধুদুর্গ, ঔরঙ্গাবাদ, ওসমানাবাদ, অকোলা, ধুলে, রায়গড়, বিড, হিঙ্গোলি, সোলাপুর এবং সাতারা।
কিন্তু, কেন এই সিদ্ধান্ত মহারাষ্ট্র সরকারের ? জানা গিয়েছে, কোভিড কেয়ার সেন্টার আক্রান্তদের সুচিকিৎসার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে সংক্রমণ ঠেকানোও যাবে।
মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে জানিয়েছেন, এই জেলা প্রশাসনগুলিকে বলা হয়েছে, বেডের সংখ্যা বাড়াতে। এর পাশাপাশি কোভির পরীক্ষার দিকে নজর দিতে বলা হয়েছে। জেলাশাসকদের বলা হয়েছে, সরকারি হাসপাতালগুলিতে ফায়ার ও ইলেকট্রিক অডিট করতে। রিপোর্ট জমা দেওয়ার পর তাদের টাকা দেওয়া হবে।
এদিকে কোভিড ভ্যাকসিন উৎপাদন নিয়ে গ্লোবাল টেন্ডার প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ফাইজার, স্পুটনিক এবং অ্যাস্ট্রাজেনেকা সহ কয়েকটি কোম্পানির কাছ থেকে সাড়া পাওয়া গিয়েছে। ওরা এখনও পর্যন্ত আমাদের সরবরাহের তারিখ জানায়নি।
প্রসঙ্গত, লকডাউন সত্ত্বেও মহারাষ্ট্রে করোনা সংক্রমণ এখনও লাগামছাড়া। সোমবার সেরাজ্যে নতুন করে ২২ হাজার ১২২ জন সংক্রমিত হন। এনিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৫৬ লক্ষ ২ হাজার ১৯ জন। মৃত্যু হয়েছে ৩৬১ জনের। এনিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা ৮৯ হাজার ২১২। ওইদিন ৪২ হাজার ৩২০ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এনিয়ে মহারাষ্ট্রে সুস্থের সংখ্যা ৫১ লক্ষ ৮২ হাজার ৫৯২।
এই মুহূর্তে মহারাষ্ট্রে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ২৭ হাজার ৫৮০। গত ২৪ ঘণ্টায় ২ লক্ষ ৬৩ হাজার ৭৭৪ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।