কলকাতা : রাজ্যে করোনা সংক্রমণ কিছুটা কমলেও রাজ্যে মৃত্যুসংখ্যা বজায় রাখল চিন্তার রেশ। গত কয়েকদিনের মতোই দেড়শোর ওপরেই রইল মৃতের সংখ্যা। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত একদিনে রাজ্যে করোনার কবলে প্রাণ হারিয়েছেন ১৫৭ জন। আর এই সময়পর্বের রাজ্যে সংক্রমিতের সংখ্যা ১৭ হাজার ৫ জন।


পজিটিভিটি রেট চিন্তা বজায় রাখলেও গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ হাজার ৫৭৮ জন। একদিনে ২ হাজার ২০৯ জন কমে রাজ্যে এই মুহূর্তে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ২৬ হাজার ৩৭৬ জন। রাজ্যে ডিসচার্জ রেট ৮৯.১৭ শতাংশ।


রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টা সময়পর্বে রাজ্যে করোনা স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে ৬৬ হাজার ১২৩টি। যার মধ্যে ১৭ হাজারের বেশি স্যাম্পেল পজিটিভ। যার ফলে এই মুহূর্তে রাজ্যে করোনার পজিটিভিটি রেট ১০. ৮০ শতাংশ।


গত কয়েকদিনের মতোই রাজ্যের মধ্যে সংক্রমণ ও মৃত্যুর ভিত্তিতে সবার ওপরে রয়েছে উত্তর ২৪ পরগণা। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে, গত একদিনে উত্তর ২৪ পরগণায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৪৫২ জন। এই সময়পর্বে সেখানে মৃত্যু হয়েছে ৪৬ জনের।


উত্তর ২৪ পরগণার পরেই রয়েছে কলকাতা। কলকাতায় গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৯৭৯ জন নতুন করে কোভিডের সংক্রমণে পড়েছেন। মৃত্যু হয়েছে ৩৩ জনের। উত্তর ২৪ পরগণা, কলকাতার পাশাপাশি হাওড়া, দক্ষিণ ২৪ পরগণা ও নদিয়ার ছবি।


এমনিতেই রাজ্যজুড়ে খুব একটা কমার লক্ষ্মণ নেই করোনার। তার মাঝে আবার চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ইয়াস। এই সময় বিভিন্ন উপকূলবর্তী এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সেখানকার বাসিন্দাদের। তাদের রাখা হয়েছে রাজ্য সরকারের বিভিন্ন আশ্রয়ে। একসঙ্গে বাধ্য হয়েই অনেক মানুষকে থাকতে হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়ের সময়। তাই গোটা পরিস্থিতি রাজ্যের সংক্রমণ চিত্র ফের বাড়িয়ে দেয় কি না, তা নিয়েও আশঙ্কায় বিভিন্ন মহল।