নয়াদিল্লি: আগামী ১ মে থেকে দেশজুড়ে ১৮ ঊর্ধ্বদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে। এই আবহে এবার বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।


চলতি মাসে কেন্দ্র ঘোষণা করে, দেশজুড়ে ১৮ বছর বয়স হলেই মিলবে করোনার ভ্যাকসিন । ১ মে থেকে মিলবে এই ভ্যাকসিন। এবার খোলা বাজারেই মিলবে করোনার ভ্যাকসিন।  ৫০% ভ্যাকসিন খোলাবাজারে বিক্রি করতে পারবে সংস্থা , সরকার নির্ধারিত দামে বিক্রি করতে পারবে প্রস্তুতকারী সংস্থা । এবার মানুষ চাইলে নিজেই ভ্যাকসিন কিনে নিতে পারবে। অর্থাত্ রাজ্যগুলিকে সরাসরি ভ্যাকসিন বিক্রি করতে পারবে প্রস্তুতকারী সংস্থা। সিদ্ধান্ত কেন্দ্রের। এর ফলে  ভারত বায়োটেক বা সিরাম ইনন্সিটিউট থেকে কিনতে পারবে রাজ্য সরকার। 


১৮ ঊর্ধ্বদের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ। তার আগে বিজেপি শাসিত রাজ্য হিসেবে উত্তরপ্রদেশ এবং অসমে ১৮ ঊর্ধ্বদের  বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করেছিল। এরপরই বিনামূল্যে ভ্যাকসিনের কথা ঘোষণা করে মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, কেরল, ছত্তীসগঢ় সরকারের মতো একাধিক রাজ্য। এই তালিকায় এবার যোগ হল ওড়িশার নাম। 


চলতি বছর জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে টিকাকরণ কর্মসূচু। রাজ্যগুলির জন্য কোভিশিল্ডের দাম ধার্য হয়েছে ৪০০ টাকা । বেসরকারি হাসপাতালকে কোভিশিল্ড কিনতে হবে ৬০০ টাকায় । কেন্দ্রীয় সরকারের কাছে ১৫০ টাকায় কোভিশিল্ড বিক্রি করবে সিরাম ইনস্টিটিউট। গতকাল, সিরাম ইনস্টিটিউটের তরফে, একটি মিডিয়া বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে,  করোনা ভ্যাকসিন কোভিশিল্ডের দাম নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন তৈরি হচ্ছে । তাই সংস্থার তরফ থেকে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখার জন্য এই বিজ্ঞপ্তি জারি।


অন্যদিকে, কোভ্যাকসিনের সরকারি হাসপাতালের ক্ষেত্রে দাম ধার্য হয়েছে ৬০০ টাকা। বেসরকারি হাসপাতালকে কোভ্যাকসিন কিনতে হবে ১২০০ টাকায়। জানিয়ে দিল কোভ্যাকসিন নির্মাণকারী সংস্থা ভারত বায়োটেক।