নয়াদিল্লি: এবার কেন্দ্রীয় সরকারের 'ভ্যাকসিন স্ট্র্যাটেজি' নিয়েও প্রশ্ন তুললেন রাহুল গাঁধী। নোটবন্দির সঙ্গে তুলনা করলেন কেন্দ্রীয় সরকারের 'ভ্যাকসিন নীতি'র। করোনাকালে কংগ্রসে নেতার কটাক্ষ নিয়ে ফের সরগরম রাজধানীর রাজনীতি।

নোটবন্দি এখন অতীত কথা। করোনার জেরে নাভিশ্বাস উঠছে দেশবাসীর। ত্রাতা হয়ে ইতিমধ্যে ভ্যাকসিন পৌঁছেছে রাজ্যে-রাজ্যে। যদিও দেশে ভ্যাকসিন যোগানের নীতি নিয়েও মোদি সরকারকে কাঠগড়ায় তুললেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গাঁধী। কংগ্রেস নেতার কটাক্ষ, ''কেন্দ্রীয় সরকারের ভ্যাকসিন নীতি নোটবন্দির থেকে কম নয়। এবারও সাধারণ মানুষ লম্বা লাইনে দাঁড়াবে। তাঁরা টাকা,স্বাস্থ্য সব খুইয়ে প্রাণ হারাবেন। শেষে কিছু শিল্পপতি এর থেকে উপকৃত হবেন।''

তবে ভাই একা নয়। বুধবার দেশের করোনা পরস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধী বঢ়রা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে   তাঁর অভিযোগ, ''করোনা পরিস্থিতিতে দেশে এখন হাহাকার সৃষ্টি হয়েছে। কোভিডের সময় হাসপাতালে বেড, ওষুধ পাচ্ছেন না মানুষ।অক্সিজেনের অভাবে চিৎকার করছেন আক্রান্তের পরিজনরা। এরকম একটা সময়ে নির্বাচনী সভায় হাসি দেখা যাচ্ছে তাঁদের মুখে। যা খুবই অসংবেদনশীল একটা বিষয়।''

দেশের করোনা করোনা টিকাকরণ সংক্রান্ত তথ্য বলছে, ইতিমধ্যে ১৩,০১,১৯,৩১০ জন করোনার টিকা পেয়েছেন। তবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের নতুন চিন্তার কারণ করোনার দ্বিতীয় ঢেউ। যা ইতিমধ্যেই দেশের বেশকিছু রাজ্যে ভয়াবহ আকার নিয়েছে। প্রতিদিন ভারতে প্রায় ৩ লক্ষের কাছাকাছি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। গত বছর থেকে যা দৈনিক কোভিড আক্রান্তের হিসাবে সবথেকে বেশি।

কেন্দ্রীয় সরকারের করোনা বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছেন ২,৯৫,০৪১ জন। একদিনে করোনায় মারা গিয়েছেন ২০২৩ জন। সব মিলিয়ে এখনও পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১,৫৬,১৬,১৩০ জন। দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২১,৫৭,৫৩৮ জন। 


তবে আশঙ্কার মাঝে আশা জাগাচ্ছে করোনায় সুস্থ রোগীর সংখ্যা। এখনও পর্যন্ত দেশে কোভিড যুদ্ধে জয় পেয়েছেন ১,৩২,৭৬,০৩৯জন। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়ে উঠেছেন ১,৬৭,৪৫৭ জন।