কলকাতা: বাংলা সাহিত্য জগতে ইন্দ্রপতন। প্রয়াত কবি শঙ্খ ঘোষ। তাঁর মৃত্যুতে গোটা সাহিত্য জগতে শোকের ছায়া। 


কবির মৃত্যুতে প্রতিক্রিয়া জানাতে গিয়ে জয় গোস্বামী বলেন, এক মহা বটবৃক্ষের পতন হল। তিনি ছিলেন জাতির বিবেক। জয় গোস্বামী জানান, তিনি অসহায় বোধ করছেন আজ। বললেন, অসহায় ও শোকগ্রস্ত বোধ করছি। ৪৫ বছরের যোগাযোগ শঙ্খদার সঙ্গে। 


জয় গোস্বামী বলেন, শঙ্খ ঘোষের কবিতা থেকে অনেকে অনুপ্রাণিত হয়েছেন। বললেন, আমার কী হারাল আমিই জানি। বাংলা সাহিত্য জগৎ কী হারাল, সেটাও বাংলা সাহিত্যই জানে।


সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্য়ায়ের মতে, শঙ্খ ঘোষের মৃত্যুতে যেন মনে হচ্ছে, মাথার ওপর ছাদ সরে গেল। বললেন, আজ মনটা খুব খারাপ। কিছুদিন আগেই ফোন করেছিলাম। তাঁর মেয়ে ধরেছিল। শঙ্খদা ফোন ধরতেন না। কেমন আছেন জানতে চেয়েছিলাম। মেয়ে উত্তরে বলেছিল, ভাল।


শীর্ষেন্দু যোগ করেন, আমার মনে একটা আশঙ্কা ছিলই। এত বয়সে তিনি করোনয় আক্রান্ত হলেন। তার ওপর ফুসফুসের অসুখ। ফলে, মনে একটা দুঃশ্চিন্তা ছিল। সেটাই সত্যি হল। 


আরও পড়ুন: 


Sankha Ghosh Death: বাংলা সাহিত্য জগতে ইন্দ্রপতন, প্রয়াত কবি শঙ্খ ঘোষ


শঙ্খ ঘোষের স্মৃতি রোমন্থন করতে গিয়ে শীর্ষেন্দু বলেন, শঙ্খদার দুটি জিনিস শেষ দিন পর্যন্ত সতেজ ছিল। একটি তাঁর স্মৃতি ও দ্বিতীয় তাঁর মনোবল। এই দুটিই সর্বদা অটূট ছিল। শীর্ষেন্দু আরও বলেন, বহুদিন ধরে শঙ্খদাকে দেখছি, কখনও মেজাজ হারাতে দেখিনি তাঁকে। সর্বদা ছিলেন মৃদুভাষী। এত পুরস্কার পেয়েছেন, তা সত্ত্বেও অহঙ্কার স্পর্শ করেনি তাঁকে। সবসময় দেখা হলে খুশি হতেন।


নাট্যব্যক্তিত্ব ব্রাত্য বসু বলেন, একটা যুগের অবসান হল। আমি তাঁর ছাত্র ছিলাম। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাঁর কাছে পড়েছি, ক্লাস করেছি। তিনি আমার শিক্ষক। তাঁর শান্ত কণ্ঠস্বর, মৃদু ভাষণ তাঁর ব্যক্তিত্ব। তাঁর কবিতার মধ্যে দিয়ে আমাদের কৈশোর, যৌবন কেটেছে। তিনি আমাদের মধ্যে ছিলেন, আছেন ও থাকবেন। 


নাট্যব্যক্তিত্ব কৌশিক সেন বলেন, বিরাট বড় ক্ষতি হল। শঙ্খবাবুর চলে যাওয়াটা সত্যিই বড় ক্ষতি। আক্ষরিক অর্থেই অপূরণীয় ক্ষতি। 


আজ সকালে কবি শঙ্খ ঘোষের জীবনাবসান হয়। ১২ এপ্রিল থেকে সর্দি-কাশিতে ভুগছিলেন। পরে তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। বর্ষীয়ান কবি হাসপাতালে যেতে অনিচ্ছুক ছিলেন। তাই হোম আইসোলেশনেই চলছিল চিকিৎসা। 


আজ সকালে বাড়িতেই জীবনাবসান হয় শঙ্খ ঘোষের। তাঁর প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গান স্যালুট ছিল অপছন্দের, তাই পরিবারের সঙ্গে কথা বলে  প্রয়াত কবিকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।