Coronavirus: সারা দেশে করোনাভাইরাসের সংক্রমণ লাগাম ছাড়িয়েছে। প্রত্যেকদিনই আক্রান্তের সংখ্যা আগের রেকর্ডকে পিছনে ফেলছে।  রাজনৈতিক জগত থেকে বিনোদন, ক্রীড়া জগত থেকে সাধারণ মানুষ-করোনার থাবা পড়ছে সর্বত্রই। এরইমধ্যে করোনা আক্রান্ত হলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির বাবা ও মা। ধোনির বাবা পান সিংহ ধোনি ও মা দেবকী সিংহ ধোনির করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। এরপর তাঁদের ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।  উল্লেখ্য, বর্তমানে চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন ধোনি। তিনি ওই দলের অধিনায়ক। কাজেই পরিবারের লোকজনদের থেকে দূরে রয়েছেন তিনি।


জানা গেছে, ধোনির বাবা-মায়ের চিকিৎসা রাঁচির পালস সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চলছে। সংযুক্ত আরব আমিরশাহীতে গতবারের আইপিএলের পর পরিবারের লোকজনদের সঙ্গেই সময় কাটিয়েছিলেন ধোনি। চলতি আইপিএলের আগে তিনি কোনও ম্যাচ খেলেননি।


ঝাড়খণ্ডে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৪৬ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৫০২। সেইসঙ্গে ঝাড়খণ্ডে দৈনিক আক্রান্তের সংখ্যা ৪৪০১। সবমিলিয়ে রাজ্যে মোটা করোনা আক্রান্তর সংখ্যা বেড়ে হয়েছে ১,৬৭,৩৪৬। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১,৩৫,২৫৬ জন। এছাড়াও বর্তমানে ৩০,৫৮৮ জন আক্রান্তর বিভিন্ন হাসপাতালে চলছে।


শুধুমাত্র রাঁচিতেই গত ২৪ ঘণ্টায় করোনায় ১৪ জনের মৃত্যু হয়েছে। পূর্ব সিংভূমে ১০, বোকারো, ধানবাজ, কোডারমা ও লোহদরগায় তিনজন করে, পশ্চিম সিংভূম, গাডরওয়া ও ছাতরায় ২ জন করে এবং গোড্ডা, গুমলা, লাতেহার ও সাহেবগঞ্জে একজনের করে মৃত্যু হয়েছে।


সারা দেশে করোনা সংক্রমণ হুহু করে বাড়ছে। সরকারি তথ্য অনুযায়ী, - গত ২৪-ঘণ্টায় ২ লক্ষ ৯৫ হাজার ০৪১ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন দেশে। করোনা প্রথম ওয়েভের সময় গত বছরের ১৭ সেপ্টেম্বর দেশে দৈনিক সংক্রমণ শিখরে পৌঁছেছিল। সেই সংখ্য়া ছিল ৯৮ হাজার ৭৯৫। অর্থাৎ, এদিনের সংখ্যা সেদিনের প্রায় তিনগুণ। 


গত ২৪-ঘণ্টায় দেশে করোনায় মারা গিয়েছেন ২,০২৩ জন। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৮২ হাজার ৫৫৩ জনের।