নিউ দিল্লি : করোনা মোকাবিলা নিয়ে ফের একবার প্রধানমন্ত্রীকে একহাত কংগ্রেস নেতা রাহুল গাঁধীর। করোনা "মোদি মেড ডিজাস্টার", এই মন্তব্যের পুনরাবৃত্তি করে রাহুল ফের একবার দেশে দ্বিতীয় ঢেউ ছড়িয়ে পড়ার জন্য প্রধানমন্ত্রীকে কাঠগড়ায় তুললেন। নিজের বক্তব্যের স্বপক্ষে তিনি পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন উপলক্ষে বিশাল জমায়েতের কথা তুলে ধরেন।


এবিপি নিউজ-কে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে রাহুল বলেন, "আমরা এটার নাম দিয়েছি মোভিড(প্রধানমন্ত্রী)। কারণ, প্রধানমন্ত্রী এটার বিরুদ্ধে ব্যবস্থা নিলে এটার নাম হত কোভিড। কিন্তু, নিজের কাজের মাধ্যমে তিনি কোভিডের জন্য জায়গা করে দিয়েছেন। মানুষকে 'থালি' বাজাতে বলে এবং পশ্চিমবঙ্গে জমায়েত সংগঠিত করে করোনার জন্য জায়গা করে দিয়েছেন প্রধানমন্ত্রী। তাই আমি কোভিড-কে মোভিড বলি।"


এর পাশাপাশি প্রধানমন্ত্রীকে "ইভেন্ট ম্যানেজার" বলে কটাক্ষও করেন রাহুল। তিনি বলেন, উনি একটা সময়ে একটার বেশি ইভেন্ট সামলাতে পারেন না। যা-ই ঘটুক, উনি একটা ইভেন্টের আয়োজন করেন, তারপর সেটার মোকাবিলা করেন। এরকম সময়ে আমাদের ইভেন্ট ম্যানেজারের প্রয়োজন নেই। দ্রুত ও পরিণতি পাওয়া যাবে এমন প্রশাসন প্রয়োজন আমাদের।


"মাত্র তিন শতাংশ" ভারতীয়র টিকাকরণ নিয়ে উদ্বেগপ্রকাশ করেন তিনি। কংগ্রেস নেতা বলেন, কেন্দ্রের তরফে টিকাকরণের উপযুক্ত কৌশল প্রয়োজন। করোনা মোকাবিলায় লকডাউন করা, শারীরিক দূরত্ববিধি মানা এবং মাস্ক পরা হচ্ছে সাময়িক সমাধান। 


রাহুল আরও বলেন, "আমি প্রধানমন্ত্রীকে সরাসরি বলেছি, ভারত যদি ভ্যাকসিনেশন কৌশল না বের করে, তাহলে আরও অনেক ঢেউ আসবে। প্রধানমন্ত্রী দেশের প্রধান। তাই দেশবাসীকে ভাল রাখা তাঁর দায়িত্ব। উনি যেভাবে পরিস্থিতি সামলান, সেই কারণে ওঁর সাথে কেউ কথা বলেন না। কাজেই কোনও খেই ছাড়াই এই জাহাজ ডুবছে।"


প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজের ভাবমূর্তি মেরামতের চেষ্টা করছেন। কিন্তু, ওঁর ভাবমূর্তি নষ্ট হয়ে গিয়েছে। এই সময়েই তো ওঁর নেতৃত্ব, সাহস, শক্তি দেখানো উচিত। সময় এসেছে এটা দেখানোর যে আপনি কত ভাল নেতা। দয়া করে, তাই করুন।