কলকাতা : করোনার বাড়বাড়ন্তে দক্ষিণ দমদম পুর এলাকার সব দোকান বন্ধের সিদ্ধান্ত। সপ্তাহে ৩ দিন সব দোকান বাজার বন্ধের সিদ্ধান্ত পুরসভার। সোম, বুধ ও শুক্রবার বাজার সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত দোকানগুলিকে ছাড় দেওয়া হয়েছে। দমদম ও লেকটাউন থানার সঙ্গে পুরসভার বৈঠকের পর সিদ্ধান্ত। দক্ষিণ দমদম পুরসভার প্রশাসক জানিয়েছেন, জরুরি পরিষেবা ছাড়া সব দোকান বন্ধ থাকছে। কেউ খোলা রাখলে তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হবে। ৩ মে থেকে যা চালু হবে।
শুক্রবার সন্ধেতেই রাজ্যে আংশিক লকডাউন ঘোষণা হয়েছে। বাজার খোলা রাখার সময়ও নির্ধারিত করে দেওয়া হয়েছে। সকাল ৭টা থেকে ১০টা ও দুপুর ৩ টে থেকে বিকেল ৫টা পর্যন্ত বাজার খোলা রাখার নির্দেশ দিয়েছে রাজ্য। মুদিখানা ও ওষুধের দোকানকে অবশ্য ছাড় দেওয়া হয়েছে আংশিক লকডাউনের আওতা থেকে।
এর আগেই আগামী রবিবার পর্যন্ত বড়বাজার-সহ আশপাশের এলাকায় অত্যাবশ্যকীয় দোকান ছাড়া সমস্ত দোকান বন্ধ রাখার ঘোষণা করেছে কনফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশন। তবে খাতায় কলমে বাজার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হলেও বাস্তবে দেখা গেল অন্য ছবি। বড়বাজার এলাকার বহু দোকানে চলছে বেচাকেনা।
শুক্রবারই বড়বাজার থানার তরফে এলাকায় অভিযান চালানো হয়। এমনকী করোনা সচেতনতায় পুলিশের পক্ষ থেকে করা হয় প্রচারও। পুলিশকে দেখে সাময়িকভাবে এলাকা ফাঁকা হলেও পরের ছবিটা যে কে সেই। বাংলায়ও প্রায় প্রতিদিনই সংক্রমণ ও মৃত্যুর নিরিখে রেকর্ড গড়ছে কোভিড। পিছু ধাওয়া করছে মৃত্যুদূত করোনা! এখনও গা ঘেঁষাঘেঁষি করে রাস্তাঘাট বা বাজারে ভিড় করছেন বহু মাস্কহীন মুখ।
গোটা পরিস্থিতিতে তথ্যাভিজ্ঞ মহল একটাই কথা বলছে, বর্তমানে গোটা রাজ্যের যা পরিস্থিতি তাতে সাধারণ মানুষরা যদি সতর্ক না হন, তাহলে প্রলয় আটকানো যাবে না। রাজ্যের তরফে মাস্ক ছাড়া বাইরে ঘুরলে আইনি পদক্ষেপের কথা বলা হলেও মানুষের সচেতনতা না জাগ্রত হলে কোনোভাবেই পরিস্থিতি সামলানো সম্ভব নয়।