নয়াদিল্লি: করোনা আক্রান্ত কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু। নিজেই এই খবর জানালেন তিনি। এদিন নিজের টুইটার হ্যান্ডেলে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে এবং সেল্ফ আইসোলেশনে আছেন তিনি।


টুইটারে তিনি লিখেছেন, “দ্বিতীয়বার করোনা পরীক্ষা করিয়ে ছিলাম। রিপোর্ট হাতে পেয়েছি। রিপোর্ট পজিটিভ এসেছে। চিকিৎসকদের পরামর্শ মেনে চলছি। গত কয়েকদিন আমার সংস্পর্শে যারা এসেছেন তাঁদের আইসোলেশনে থাকার অনুরোধ জানাচ্ছি। একইসঙ্গে তাঁদের করোনা পরীক্ষা করাতেও অনুরোধ করছি।  শারীরিকভাবে আমি একদম সুস্থ আছি।“


ক্রমশ ভয়াবহ চেহারা নিচ্ছে করোনা। গতকাল করোনা আক্রান্ত হন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। আট মাসের মধ্যে দ্বিতীয়বার করোনা আক্রান্ত হয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। করোনা আক্রান্ত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও।


প্রত্যেক দিনই করোনা সংক্রমণের হার বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ফের রেকর্ড সংক্রমণ দেশে। আজ, শনিবার স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, একদিনে আক্রান্ত ২ লাখ ৩৪ হাজার ৬৯২ জন। মৃত্যু হয়েছে ১ হাজার ৩৪১ জনের। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ২ লাখ ৩৪ হাজার ৬৯২ জন করোনায় আক্রান্ত। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪৫ লাখ ২৬ হাজার ৬০৯। সেরে উঠেছেন ১ কোটি ২৬ লাখ ৭১ হাজার ২২০ জন। দেশে এই মুহূর্তে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ৭৯ হাজার ৭৪০ জন। মোট মৃত ১ লাখ ৭৫ হাজার ৬৪৯ জন। ভ্যাকসিন দেওয়া হয়েছে ১১ কোটি ৯৯ লাখ ৩৭ হাজার ৬৪১ জনকে।


করোনার দ্বিতীয় ঢেউ মাথাচাড়া দিতেই একাধিক ব্যবস্থা নেওয়া শুরু করেছে বিভিন্ন রাজ্যে। উত্তরপ্রদেশে কোনও ব্যক্তিকে মাস্ক ছাড়া দেখা গেলে প্রথম দফায় ১ হাজার টাকা এবং পরের বার ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে। চলতি সপ্তাহের গোড়ার দিকে আগামী ১৫ দিনের জন্য কড়া নিয়মবিধি লাগু করে মহারাষ্ট্র। সপ্তাহের শেষে কার্ফু জারি করেছে দিল্লি সরকার। সোমবার ভোর পর্যন্ত চলবে কার্ফু।