কলকাতা : বিশ্বজুড়ে ট্যুইটার-সমস্যা। ট্যুইট করতে, পড়তে রীতিমতো সমস্যায় ব্যবহারকারীরা। 


টুইট করতে গেলে সমস্যা। কারও ট্যুইট চেক করতে গেলেও। সমস্যা সমস্যার টাইমলাইন স্ক্রল করতে গেলেও । পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে টুইটার ব্যবহারে রীতিমতো সমস্যার সম্মুখীন হচ্ছেন ব্যবহারকারীরা সকাল থেকেই টুইটারে কাজ করার ক্ষেত্রে নানা রকম সমস্যা দেখা  দিচ্ছে। কোন টুইট করতে গেলেই বার্তা আসছে, সামথিং ওয়েন্ট রং , ট্রাই এগেন । টুইটার অ্যাপ এর ক্ষেত্রে বার্তা আসছে,  টুইট আর নট লোডিং রাইট নাউ। 






যতবারই লগ ইনের চেষ্টা হোক না কেন, বারবার 'Tty again ' বলে বার্তা আসতে থাকে। আবার কারও ট্যুইটার লগ ইন হলেও ট্যুইটগুলি দেখা যাচ্ছে না। টাইমলাইন চেকও করা সম্ভব হচ্ছে না। ট্যুইটার সাপোর্ট টিম থেকে বার্তা দেওয়া হচ্ছে,.


আপনাদের কারও কারও জন্য ট্যুইট লোড নাও হতে পারে। আমরা এই সমস্যার সমাধানের জন্য কাজ করছি এবং আপনি শীঘ্রই টাইমলাইন দেখতে পাবেন। — টুইটার সাপোর্ট (@TwitterSupport) এপ্রিল 17, 2021


কিছুদিন আগে হোয়াটসঅ্যাপেও এমন একটি বিভ্রাট হয়। ২০ মার্চ সারা ভারতে হঠাৎ বন্ধ হয়ে যায় হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম।ভারত ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তে এই সমস্যায় পড়েন। ভারতীয় সময় রাত ১০: ৫৫ থেকে এই সমস্যা শুরু হয়। হোয়াটসঅ্যাপ-ফেসবুক-ইনস্টাগ্রামে সার্ভার বিভ্রাটের এই সমস্যা বলে জানা যায়। রাত ১০.৫৫ থেকে হোয়াটসঅ্যাপে বন্ধ হয়ে যায় তথ্য আদান-প্রদান। এর জেরে সারা ভারতে হোয়াটসঅ্যাপের ৩৪ কোটি গ্রাহক সমস্যায় পড়েন। ভুক্তভোগী ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশের অসংখ্য গ্রাহক। 


এখন ট্যুইটারের সমস্যা কখন সমাধান হয়, সেদিকেই তাকিয়ে গ্রাহকরা।