কলকাতা: আরও ৯৩টি অক্সিজেন প্ল্যান্ট তৈরি করতে চেয়ে কেন্দ্রকে চিঠি রাজ্যের। ইতিমধ্যেই ৫টি প্ল্যান্টের অনুমোদন দিয়েছে কেন্দ্র। পাইপলাইনের মাধ্যমে সব হাসপাতালে সরবরাহ করা হবে অক্সিজেন। রাজ্যে অক্সিজেনের কোনও অভাব নেই। এমনটাই দাবি রাজ্যের।
আজ, সোমবার মমতা নির্বাচন কমিশনের লিখিত অনুমতি নিয়ে কোভিড মোকাবিলায় নবান্ন এসে মুখ্যসচিব স্বরাষ্ট্র সচিব ও স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে হাসপাতালের বেড সহ পরিকাঠামো নিয়ে রিপোর্ট নেন তিনি।
কিশোর ভারতী ও গীতাঞ্জলি স্টেডিয়ামে সেফ হোম করবে মেডিকা। হজ সেন্টারে সেফ হোম করবে চার্নক হাসপাতাল। ২০০ বেড হবে বলে জানানো হয়েছে। আর এন টেগোরের সল্টলেক ক্যাম্পাসেও হবে সেফ হোম। সূত্রের খবর, দুটি ক্যাম্পাসেই বেড বাড়াবে আমরি।
রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন রাজ্য সরকারকে জানিয়েছে যদি কোনও পরিবারের উপার্জন করে এমন সদস্য কোভিডে মারা যায় যেমন- মা অথবা বাবা, সেই পরিবারে ৬ বছর থেকে ১৪ বছরের সন্তান থাকলে তাদের পড়াশোনা থেকে শুরু করে যাবতীয় দায়িত্ব নিতে রাজি। পাশাপাশি, কোভিড মোকাবিলায় রাজ্য সরকারকে তারা ৫ লাখ টাকা অনুদান দিল।
এদিকে রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হলেন ১৫ হাজার ৯৯২ জন। রেকর্ড গড়ল দৈনিক মৃ্ত্যুর সংখ্যাও। এরাজ্যে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬৮ জনের। শুধুমাত্র কলকাতা ও উত্তর ২৪ পরগনা মিলিয়ে আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল ৭ হাজার।
আজ, সোমবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃত ১১ হাজার ৯ জন। এপর্যন্ত রাজ্য়ে মোট আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ ৫৯ হাজার ৯৪২ জন। রাজ্যে একদিনে অ্যাক্টিভ রোগী বাড়ল ৬ হাজার ১৪৯ জন। অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৯৪ হাজার ৯৪৯ জন। কলকাতায় একদিনে সংক্রমিতের সংখ্যা ৩ হাজার ৮৬৮ জন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৬ জনের। উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪২৫ জন। জেলায় মৃত্যু হয়েছে ১১ জনের।