বেঙ্গালুরু: দেশে কোভিড পরিস্থিতি ভয়ঙ্কর ৷ প্রায় সব রাজ্যের ছবিটাই এখন একই রকম ৷ লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা ৷ বাড়ছে মৃত্যুও ৷ হাসপাতালে একটা বেড পাওয়ার জন্য হাহাকার ৷ অক্সিজেনের অভাবও দেখা গিয়েছে বেশ কিছু রাজ্যে ৷ মহারাষ্ট্র, দিল্লির মতো কর্ণাটকেও এখন কোভিড পরিস্থিতি ভয়ঙ্কর ৷ এক দিনে সেখানে ৩৪ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন ৷ তাই আর ঝুঁকি না নিয়ে, আগামিকাল মঙ্গলবার থেকে দু’সপ্তাহের জন্য সে রাজ্যে কার্ফু ঘোষণা করেছে কর্ণাটক সরকার ৷ মঙ্গলবার, ২৭ এপ্রিল রাত ৯টা থেকে ১৪ দিনের জন্য কার্ফু শুরু হচ্ছে কর্ণাটকে ৷
কর্ণাটকের স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এক দিনে সে রাজ্যে ৩৪, ৮০৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন ৷ এর ফলে কর্ণাটকে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত ১৩ লক্ষ ৩৯ হাজার ৷ মৃত্যু হয়েছে ১৪৩ জনের গত ২৪ ঘণ্টায় ৷ কর্ণাটকে সবথেকে খারাপ অবস্থা বেঙ্গালুরুর। এই শহরে এক দিনে কোভিডে আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৭৩৩ জন।
দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ ৷ প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা ৷ বাড়ছে মৃত্যুও ৷ গত ২৪ ঘণ্টায় সাড়ে তিন লক্ষ পার করেছে সংক্রামিতের সংখ্যা ৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত একদিনে ভারতে করোনা আক্রান্ত ৩,৫২,৯৯১ জন ৷ মৃত্যু হয়েছে ২৮১২ জনের ৷ পাশাপাশি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২,১৯,২৭২ জন ৷
দেশে এখন করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ২৮,১৩,৬৫৮ জন ৷ পাশাপাশি এখনও পর্যন্ত ১৪,১৯,১১,২২৩ জনকে কোভিডের ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছে ৷