দিল্লি : এবার দেশের কোভিড পরিস্থিতি নিয়ে ময়দানে সুপ্রিম কোর্ট। করোনা মোকাবিলায় জাতীয় পরিকল্পনা তৈরির জন্য কেন্দ্রকে নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। পাশাপাশি অক্সিজেন ও প্রয়োজনীয় ওষুধের জোগান সহ চারটি বিষয় ওই পরিকল্পনায় উল্লেখ করতে বলা হয়েছে। আগামী শুক্রবার ফের এবিষয়ে শুনানি।


দ্বিতীয় দফায় করোনার মারাত্মক সংক্রমণ ক্ষমতা দেখা যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় গোটা দেশে ৩.১৪ লাখ মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ২ হাজার ১০৪ জনের। এই পরিস্থিতিতে করোনা মোকাবিলায় বিভিন্ন সামগ্রী মজুত করে রাখতে তৎপর সব রাজ্য। বিশেষ করে এবার অক্সিজেনের ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে। এছাড়া প্রয়োজনীয় ওষুধ এবং টিকাকরণের মতো বিষয়গুলি রয়েছে।


আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, আমরা চারটি বিষয় জানতে চাই। সেগুলি হল, অক্সিজেনের জোগান, প্রয়োজনীয় ওষুধের সরবরাহ, কী পদ্ধতিতে টিকাকরণ হচ্ছে এবং আমরা লকআউট ঘোষণা করার ক্ষমতা রাজ্যগুলিকে দিতে চাই। 


করোনা মোকাবিলা নিয়ে ইতিমধ্যেই দেশের ছটি হাইকোর্টে শুনানি চলছে। এপ্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, দিল্লি, বোম্বে, সিকিম, মধ্যপ্রদেশ, কলকাতা ও ইলাহাবাদ হাইকোর্ট তাদের নিজেদের মতো বিচার চালিয়ে যাচ্ছে। এটার আমরা প্রশংসা করি। কিন্তু, এর ফলে বিভ্রান্তি এবং সংস্থানের গতিপথ বদলে যাচ্ছে।    


রাজধানীর হাসপাতালগুলিতে অক্সিজেন সরবরাহ সংক্রান্ত একটি মামলার আজই দিল্লি হাইকোর্টে শুনানি রয়েছে। গত বুধবার ম্যাক্স হেল্থকেয়ারের একটি মামলার পরিপ্রেক্ষিতে দিল্লি আদালত প্রশ্ন তুলেছিল, পেট্রোলিয়াম এবং ইস্পাত শিল্প থেকে কেন মেডিকেল অক্সিজেনের ব্যবস্থা করছে না কেন্দ্র ? অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করতে বলে বিচারপতিরা কেন্দ্রকে জানিয়ে দেয়, এক্ষেত্রে আপনারা ভিক্ষা করবেন না ধার করবেন, না চুরি করবেন, না প্ল্যান্ট তৈরি করবেন তা আমরা জানি না। 


এরপর আজ করোনা মোকাবিলায় কেন্দ্রকে জাতীয় পরিকল্পনা তৈরি করতে বলে দেশের শীর্ষ আদালত। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি থেকে দেশে করোনা পরিস্থিতি ক্রমশ ভয়ংকর হয়ে উঠছে। আজ বিশ্বের কোনও দেশে একদিনে সর্বোচ্চ সংক্রমণ দেখা গেছে ভারতে। বিভিন্ন হবাসপাতালে বেড ও অক্সিজেনের সঙ্কট পরিস্থিতি আরও ঘোরালো করে তুলেছে।