হায়দরাবাদ : কোভিডে একের এর এক মর্মান্তিক দৃশ্য দেখেছে দেশ। আরও এক হৃদয় বিদারক ঘটনার ভিডিও সামনে এল। কোরোনা আক্রান্ত বাবার মুখে এক ফোঁটা জল দিতে যাওয়ার জন্য আর্তনাদ মেয়ের। কিন্তু, আতঙ্কে মেয়েকে তার বাবার কাছে ঘেঁষতে দিতে চাইছিলেন না মা। কিন্তু, মায়ের বাধা টপকে বাবার মুখে জল দেয় কিশোরী। যদিও শেষ রক্ষা হয়নি। অন্ধ্রপ্রদেশের এই ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে।
বছর ৫০ বয়স ওই ব্যক্তির। বিজয়ওয়াড়ায় কাজ করতেন। করোনায় আক্রান্ত হওয়ার পর শ্রীকাকুলামে নিজের বাড়িতে ফিরে আসেন। কিন্তু গ্রাম তো দূর, বাড়িতেও ঢুকতে দেওয়া হয়নি তাঁকে। গ্রামের বাইরে মাঠে একটি কুঁড়েঘরে থাকছিলেন। কিন্তু, তাঁর অবস্থার অবনতি হয়।
ভিডিওটি করেন গ্রামেরই এক বাসিন্দা। কোনও রকম সাহায্য না করে তিনি ভিডিও করতে থাকেন। তাতে দেখা যাচ্ছে, মাটিতে পড়ে আছেন করোনা আক্রান্ত ওই ভদ্রলোক। ওই ব্যক্তির ১৭ বছরের মেয়ে অঝোরে কাঁদছে। বাবার মুখে জল দেওয়ার জন্য একটি বোতল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে সে। কিন্তু, তার মা তাকে আটকাচ্ছেন। এই ভয়ে, যে যদি মেয়েও সংক্রমিত হয়। কিন্তু ভিডিও করা ব্যক্তিকে বলতে শোনা যায়, যেহেতু তাঁরা সবাই করোনায় আক্রান্ত, তাই তাঁরা তাঁর কাছে যেতে পারেন। শেষমেশ মায়ের হাত ছাড়িয়ে বাবাকে জল দিতে যেতে সক্ষম হয় কিশোরী।
ভিডিও করা ব্যক্তিটি আরও বলেন, করোনা আক্রান্ত ওই ব্যক্তির চিকিৎসার জন্য হাসপাতালে কোনও বেড পাওয়া যায়নি। কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।
এদিকে রাজ্যেই অপর একটি ঘটনায়, রবিবার তীব্র জ্বর এবং কাশি নিয়ে সরকারি হাসপাতালে ভর্তি হওয়ার কিছুক্ষণের মধ্যেই মারা যান বছর ৫৫-র এক মহিলা। নন্দীগামার ঘটনা।
প্রসঙ্গত, দেশের অন্যান্য রাজ্যের মতোই কোভিড পরিস্থিতি উদ্বেগজনক অন্ধ্রপ্রদেশেও। রাজ্য স্বাস্থ্য দফতরের শেষ বুলেটিন অনুযায়ী, এখানে নতুন করে প্রায় ২০০০০ জন সংক্রমিত। মৃত্যু হয়েছে ৭১ জনের। এপর্যন্ত রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা ১১ লক্ষ।