ওয়াশিংটন: চিনে করোনা-মহামারী ছড়িয়েছে মার্কিন সেনা। এই 'গুরুতর' অভিযোগের প্রেক্ষিতে আমেরিকায় নিযুক্ত চিনা রাষ্ট্রদূতকে ডেকে পাঠাল মার্কিন প্রশাসন।
গতকালই, ট্যুইটারে একটি 'ষড়যন্ত্র তত্ত্ব' প্রকাশ করেন চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান। সেখানে তিনি চিনে করোনা-ভয়াবহতার জন্য মার্কিন সেনাকে দায়ী করেন। এরপরই, চিনা রাষ্ট্রদূত কুই তিয়ানকাইকে ডেকে পাঠানোর সিদ্ধান্ত নেন শীর্ষ মার্কিন কূটনীতিবিদ (এশিয়া অঞ্চল) ডেভিড স্টিলওয়েল। মার্কিন বিদেশ দফতরের এক আধিকারিক জানান, বিশ্বব্যাপী মহামারী ছড়ানো এবং তা গোপন করার দায় থেকে সমালোচকদের নজর ঘোরাতেই বেজিং এই তত্ত্ব বের করেছে। তিনি যোগ করেন, ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে দেওয়া ভীষণই বিপজ্জনক এবং হাস্যকর। আমরা চিনকে জানিয়ে দিতে চাই যে, এসব আমরা বরদাস্ত করব না। এতে চিনা নাগরিক এবং সর্বোপরি বিশ্বের উপকার হবে।
গতকাল, ঝাও ট্যুইটে লেখেন, 'পেশেন্ট জিরো' (প্রথম আক্রান্ত ব্যক্তি) সম্ভবত উহান থেকে নয়, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এসেছিল। হতে পারে মার্কিন সেনা এই মহামারী উহানে নিয়ে এসেছে। স্বচ্ছ হোন। নিজেদের তথ্য জনসমক্ষে আনুন। আমেরিকাকে কৈফিয়ত দিতে হবে।
সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক ও উস্কানিমূলক মন্তব্য করার জন্য পরিচিত ঝাও-এর এই ট্যুইট চিনা সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে। এমনিতেই, করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে ঘরে প্রবল সমালোচনার মুখে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। তার ওপর ঝাও-এর এই ট্যুইট তাতে ঘৃতাহুতির কাজ করে।
ঝাও-এর মন্তব্য বিতর্ক তৈরি করতে পারে বলে আগাম আঁচ করেছিলেন দক্ষ কূটনীতিক কুই। তিনি ট্যুইটে লেখেন, কোভিড-১৯ মোকাবিলায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত চিন। তিনি জানান, বিজ্ঞানীদের ধারণা, উহানের যে বাজারে সামুদ্রিক খাবার বিক্রি হয়, সেখান থেকেই এই ভাইরাস ছড়িয়ে পড়েছে।