নয়াদিল্লি:


বিশ্বে ক্রমশ জটিল হচ্ছে করোনা পরিস্থিতি--

মারণ করোনাভাইরাসে এবার মৃত্যু হল স্পেনের ২১ বছরের ফুটবল কোচ ফ্রান্সিসকো গার্সিয়ার। করোনা সংক্রমণের পাশাপাশি লিউকোমিয়াতেও ভুগছিলেন তিনি।

বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৭ হাজার ১৫৮ জনের। এর মধ্যে শুধু চিনেই মৃতের সংখ্যা ৩ হাজার ২২৬। বিশ্বের ১৬১টি দেশে ছড়িয়ে পড়েছে মারণ ভাইরাস। আক্রান্ত ১ লক্ষ ৮২ হাজার ৪৫৬।

করোনায় আক্রান্ত ইংরেজ অভিনেতা ইদ্রিস এলবা ও ওয়েব সিরিজ ‘গেম অফ থ্রোনস্’-এর অভিনেতা ক্রিস্টোফার হিভজু-ও।

চিনের বাইরে করোনাভাইরাস সবথেকে বেশি থাবা বসিয়েছে ইউরোপে। ইতালিতে মৃত্যু হয়েছে ২ হাজার ১৫৮ জনের। আক্রান্তের সংখ্যা ২৭ হাজারেরও বেশি। ইরানে ৮৫৩, স্পেনে ৩৪২, ফ্রান্সে ১৪৮ ও আমেরিকায় ৮৭ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে, করোনাভাইরাসে আক্রান্ত আরেক অভিনেতা টম হ্যাঙ্কস সুস্থ হয়ে উঠেছেন বলে জানা গিয়েছে। তবে এখনও আইসোলেশনে রয়েছেন অভিনেতার স্ত্রীরিটা উইলসন।

সংক্রমণ মোকাবিলায় একাধিক পদক্ষেপ নিচ্ছে বিভিন্ন দেশ--

মার্কিন নাগরিক ছাড়া অন্য দেশের নাগরিকদের দেশে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করল কানাডা প্রশাসন।

ফ্রান্সে আজ থেকে আগামী ১৫ দিন সাধারণ মানুষের চলাফেরায় নিয়ন্ত্রণ। জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাকরঁ।

লকডাউন পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কায় ফ্রান্সে সুপার মার্কেটগুলিতে ক্রেতার ভিড়। চাহিদার তুলনায় জোগান কমে যাওয়ায় সমস্যায় পড়েছেন বাসিন্দারা।

করোনা সংক্রমণ রুখতে সমস্ত নাগরিকদের বাড়ি থেকে কাজ চালানোর পরামর্শ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১০ জনের বেশি জমায়েত নয়। পানশালা, রেস্তোরাঁ, ফুড কোর্টে গিয়ে খাবার খাওয়ায় নিষেধাজ্ঞা জারি।

বিদেশিদের জন্য সীমান্ত সিল করল রাশিয়া।

গ্রিসে ভিন্ দেশ থেকে আসা বিমান যাত্রীদের কোয়ারান্টিন। বন্ধ দোকানপাট, বাজার।

করোনা সংক্রমণ রুখতে ডব্লিউ ডব্লিউ ই কুস্তি প্রতিযোগিতা দর্শকশূন্য রাখার সিদ্ধান্ত।