মুম্বই: গতকালই নানাবতী হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ঐশ্বর্য রাই বচ্চন এবং আরাধ্যা বচ্চন। তাঁরা করোনা থেকে সেরে উঠেছেন, হাসপাতাল ছুটি দিয়েছে তাঁদের। পরিবারের কর্তা অমিতাভ বচ্চন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। টুইটে তিনি লিখেছেন, ঐশ্বর্য-আরাধ্যাকে বাড়ি ফিরতে দেখে তাঁর চোখে জল এসে গিয়েছিল।


বচ্চন পরিবারে এক জয়া বচ্চন ছাড়া সকলে করোনায় আক্রান্ত হয়েছেন। প্রথমে অভিষেক বচ্চন, তারপর তাঁর থেকে অমিতাভ, ঐশ্বর্য ও অভিষেক-ঐশ্বর্যের মেয়ে ৮ বছরের আরাধ্যা- একে একে সকলে অসুস্থ হয়ে পড়েন। অমিতাভ-অভিষেককে আগে নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়। ঐশ্বর্য-আরাধ্যা প্রথমটা হোম আইসোলেশনে থাকলেও তাঁদেরও পরে নিয়ে যাওয়া হয় নানাবতীতে। কিন্তু ১০ দিনের চিকিৎসার পর ঐশ্বর্য ও তাঁর মেয়ের কোভিড টেস্টের ফল নেগেটিভ এসেছে। তাই গতকাল বাড়ি ফিরেছেন তাঁরা। অমিতাভ লিখেছেন, আমাদের ছোট মেয়ে আর বৌমাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ায় চোখের জল ধরে রাখতে পারিনি। ঠাকুর, তোমার অপার কৃপা।


অভিষেকও টুইট করে বলেছেন, আপনাদের প্রার্থনা ও শুভেচ্ছার জন্য ধন্যবাদ। ঐশ্বর্য ও আরাধ্যার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে, ওরা বাড়ি যাচ্ছে। আমি আর আমার বাবা চিকিৎসা কর্মীদের তত্ত্বাবধানে আপাতত হাসপাতালেই থাকব।


অমিতাভদের করোনা ধরা পড়ায় ১২ তারিখ সিল করে দেওয়া হয় তাঁদের ৪টি বাংলো। তবে রবিবার জলসা বাংলোর বাইরে থেকে সরিয়ে দেওয়া হয় কনটেনমেন্ট জোন চিহ্নিত করা ব্যানারটি।