পশ্চিম মেদিনীপুর: আট মাস আগে মায়ের কোল আলো করে এসেছে শিশুকন্যাটি। নুন আনতে পান্তা ফুরনো সংসার ভেসে গিয়েছিল খুশির জোয়ারে। কিন্তু তারপরেই ঘনিয়ে এল আর্থিক অনটনের কালো মেঘ।
অভিযোগ, এই পরিস্থিতিতে নিজের আট মাসের শিশুকন্যাকে প্রতিবেশীর কাছে বিক্রির অভিযোগ উঠল দম্পতির বিরুদ্ধে। মেদিনীপুর শহরের হরিজন পল্লি এলাকার এই ঘটনা নাড়িয়ে দিয়েছে সকলকে।
পরিবার সূত্রে খবর, চার হাজার টাকায় শিশুকে পাড়ারই এক পরিবারকে বিক্রি করে দেন বাবা-মা। সেই খবর পেয়ে শিশুকে উদ্ধার করে পুলিশের দ্বারস্থ হন শিশুর কাকা। জেলা শিশু অধিকার কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন বলেন, অসামাজিক কাজের সামিল। অমানবিক ব্যাপার। তদন্ত করে দেখা উচিত।
বৃহস্পতিবার রাতেই জেলা শিশুসুরক্ষা দফতরের সঙ্গে যোগাযোগ করে মেদিনীপুর থানার পুলিশ। আপাতত শিশুকে মেদিনীপুরের একটি সরকারি হোমে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বাবা-মাকে।
পুলিশ সূত্রে খবর, এটি মহিলার তৃতীয় বিয়ে। তাঁর আগের দুইপক্ষের দুটি সন্তান আত্মীয়দের কাছে থাকে।