নয়াদিল্লি: ভারতের প্রথম করোনা টিকা কোভাক্সিনকে সবুজ সঙ্কেত দিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া ওরফে ডিজিসিআই। আগামী মাস থেকে এই টিকার মানব শরীরে পরীক্ষা শুরু হবে।


ড্রাগ রিসার্চ সংস্থা ভারত বায়োটেক, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) ও পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি (এনআইভি)-র সঙ্গে হাত মিলিয়ে তৈরি করেছে এই টিকা। এনআইভি করোনার জীবাণু পৃথক করে তা ভারত বায়োটেকে পাঠায় টিকা তৈরির জন্য। পরীক্ষামূলকভাবে টিকা তৈরি হয়েছে, আগামী মাস থেকে মানব শরীরে যে পরীক্ষা শুরু হবে, তাতে যুক্ত করা হবে দেশের নানা প্রান্তের নানা বয়সের স্বাস্থ্যবান ব্যক্তিকে। দেখা হবে, এই টিকা করোনার বিরুদ্ধে তাঁদের শরীরে প্রতিরোধ ক্ষমতা গড়তে পারছে কিনা।

সফল হলে এ বছরের শেষে শুরু তৃতীয় পর্যায়ের ক্লিনিকাল ট্রায়াল। পরীক্ষা চলবে কয়েক হাজার নাগরিকের ওপর। তাতেও যদি কোভাক্সিন পাশ করে, তখন দেখা হবে, এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া আছে কিনা। এরপর আসবে ডিজিসিআই-এর পূর্ণ অনুমোদনের প্রশ্ন।

ভারতের কোভাক্সিনের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ করোনা টিকা তৈরির জন্য উঠে পড়ে নেমেছে। বিশাল সব ওষুধ কোম্পানি দিনরাত চেষ্টা করছে যত তাড়াতাড়ি সম্ভব টিকা বাজারে আনার। দৌড়ে সবার আগে রয়েছে ইংল্যান্ডের অ্যাস্ট্রাজেনেকা ও আমেরিকার মডার্না থেরাপিউটিক্স। সকলেই চাইছে, ২০২০-র শেষ হওয়ার আগেই টিকা বার করে ফেলতে। অ্যাস্ট্রাজেনেকা এর গণহারে উৎপাদন ইতিমধ্যেই শুরু করেছে, যদি অগাস্টে সব নিরাপত্তা সংক্রান্ত পরীক্ষায় উতরে যায় তবে তারাই বিশ্বে প্রথম করোনা টিকা নিয়ে আসবে।