জম্মু: করোনা সংক্রমণের মধ্যেই ২১ জুলাই শুরু হচ্ছে এ বছরের অমরনাথ যাত্রা। চলবে ৩ অগাস্ট পর্যন্ত। শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ডের আধিকারিকরা এ কথা জানিয়েছেন।


সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৮৮০ মিটার উঁচুতে জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলায় পবিত্র অমরনাথ গুহা। গত শুক্রবার সেখানে হয়েছে এ বছরের প্রথম পূজা। করোনার কারণে এ বছর যাত্রার সময়সীমা কমানো হয়েছে। সন্ন্যাসীরা ছাড়া ৫৫ বছরের বেশি আর কোনও ব্যক্তি এ বারের যাত্রায় অংশ নিতে পারবেন না। যাঁরা যাত্রা করবেন, তাঁদের কাছে অবশ্যই করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকতে হবে।  আবার জম্মু কাশ্মীরে প্রবেশের পর ফের হবে তাঁদের করোনা পরীক্ষা। সন্ন্যাসীরা ছাড়া সকলনে অনলাইনে যাত্রার জন্য নাম রেজিস্ট্রি করতে হবে।

ভোরে ও সন্ধ্যায় অমরনাথ গুহায় যে আরতি হয়, তা যাত্রার ১৫ দিন গোটা দেশে লাইভ টেলিকাস্ট হবে। শ্রাইন বোর্ডের আধিকারিকরা বলেছেন,স্থানীয় শ্রমিকদের এ বছর পাওয়া যাচ্ছে না, বেস ক্যাম্প থেকে গুহায় পৌঁছনোর রাস্তা অত্যন্ত দুর্গম। তাই এবার গান্ডেরবালের বালতাল বেস ক্যাম্প থেকে গুহা মন্দির পর্যন্ত হেলিকপ্টার পরিষেবা দেওয়া হবে।

এ বছর গোটা অমরনাথ যাত্রাই হবে উত্তর কাশ্মীরের বালতাল রুট দিয়ে, কোনও তীর্থযাত্রীকে পহেলগাঁও রুট ধরতে দেওয়া হবে না বলে আধিকারিকরা জানিয়েছেন। ৩ অগাস্ট শ্রাবণ পূর্ণিমা ওরফে রাখি  বন্ধন উৎসবের দিন শেষ হবে এবারের অমরনাথ যাত্রা।