মুম্বই: ওয়েব সিরিজ ঘিরে অশ্লীলতা, ধর্মীয় অনুভূতিতে আঘাত, জাতীয় প্রতীকের ভুল ব্যবহারের অভিযোগে মধ্য়প্রদেশে এফআইআর দায়ের হল একতা কপূরের বিরুদ্ধে। শুক্রবার রাতে এই নামী টেলিভিশন প্রডিউসারের নামে এফআইআর দায়ের করেন বল্মীক সাকারাগায়ে ও নীরজ ইয়াগনিক নামে ইন্দোরের দুই বাসিন্দা। একতা ছাড়াও এফআইআরে নাম রয়েছে ওই ওয়েব সিরিজের ডিরেক্টর পঙ্খুড়ি রগরিগস ও স্ক্রিনরাইটার জেসিকা খুরানার। অন্নপূর্ণা থানার পুলিশ অফিসার সতীশ কুমার দ্বিবেদী এফআইআর উদ্ধৃত করে বলেছেন, একতা কপূরের ওটিটি প্ল্যাটফর্ম অল্টবালাজি তাদের একটি ওয়েব সিরিজে শুধু অশ্লীলতাই দেখানো হয়নি, একটি বিশেষ সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিকে অপমানও করেছেন।
এছাড়া ওয়েব সিরিজের একটি দৃশ্যে ভারতীয় সেনাবাহিনীর উর্দিকেও অত্যন্ত আপত্তিকর ভাবে দেখানো হয়েছে, জাতীয় প্রতীকেরও উপস্থাপনা করা হয়েছে অসম্মানের ঢঙে।
একতা ও বাকিদের অভিযুক্ত করা হয়েছে ভারতীয় দণ্ডবিধির ২৯৪ (অশ্লীল কাজকর্ম, গান) ও ২৯৮ (কোনও ব্যক্তির ধর্মীয় বিশ্বাসে আঘাত করতে ইচ্ছে করে আপত্তিকর শব্দ উচ্চারণ করা) ধারায়। পাশাপাশি তথ্য প্রযুক্তি আইন ও স্টেট এমব্লেম অব ইন্ডিয়া (বেঠিক ব্যবহার রোধ ) আইন, ২০০৫ এও।
এ ব্যাপারে পরবর্তী তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশকর্তাটি।
ওয়েব সিরিজ ঘিরে বিতর্ক, একতা কপূরের বিরুদ্ধে এফআইআর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Jun 2020 06:56 AM (IST)
ওয়েব সিরিজের একটি দৃশ্যে ভারতীয় সেনাবাহিনীর উর্দিকেও অত্যন্ত আপত্তিকর ভাবে দেখানো হয়েছে, জাতীয় প্রতীকেরও উপস্থাপনা করা হয়েছে অসম্মানের ঢঙে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -