কলকাতা: আজ রাজ্যজুড়ে সম্পূর্ণ লকডাউন। সাপ্তাহিক লকডাউন চালু হওয়ার পর আজ তৃতীয় দিন। গত সপ্তাহে দু’ দিন লকডাউন ছিল।
আজ তৃতীয় দিনেও কলকাতার বিভিন্ন রাস্তায় কড়া নজরদারি পুলিশের। ব্যারিকেড তৈরি করে যান নিয়ন্ত্রণ। পরীক্ষা করা হচ্ছে প্রয়োজনীয় নথি। বিনা প্রয়োজনে বের হলে পাঠানো হচ্ছে বাড়িতে। করোনা-বিধি মেনে চলার পরামর্শ পুলিশের।




  • রাজাবাজার এলাকায় অলি-গলিতে ড্রোন উড়িয়ে পুলিশের নজরদারি।

  • ড্রোনের মাধ্যমে গড়িয়াহাট এলাকায় পুলিশের নজরদারি। পাশাপাশি, গাড়ি থামিয়ে চলছে চেকিং।

  • বড়বাজার এলাকাতেও চলছে ড্রোনের নজরদারি। পাশাপাশি, মাইকে সতর্কতামূলক প্রচার। গাড়ি থামিয়ে চলছে চেকিং।

  • কর্মব্যস্ত সেক্টর ফাইভের ছবিটা একেবারে আলাদা। শুনশন রাস্তাঘাট। বন্ধ দোকানপাট।

  • জয়েন্ট কমিশনার ট্রাফিক সন্তোষ পাণ্ডের নেতৃত্বে চলছে টহলদারি। গাড়ি থামিয়ে চলছে পরীক্ষা।

  • সায়েন্স সিটি মোড়ে পুলিশের ব্যারিকেড। শুনশান রাস্তায় চলছে গাড়ি থামিয়ে নাকা চেকিং।

  • হাজরা মোড়ে কড়া নজরদারি পুলিশের। প্রতিটি গাড়িকে পরীক্ষা করা হচ্ছে। মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ।

  • ঠাকুরপুকুর বাজার এলাকায় নজরদারি পুলিশের। সাউথ-ওয়েস্ট ডিভিশনের ডেপুটি কমিশনার নীলাঞ্জন বিশ্বাসের নেতৃত্বে চলছে টহলদারি। বিনা মাস্কে বের হওয়ায় কয়েকজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়।

  • তারাতলা ও বেহালা চৌরাস্তায় একই ছবি। চলছে পুলিশি নজরদারি।

  • লকডাউনের মধ্যেই চেতলা সেন্ট্রাল রোডে খোলা চায়ের দোকান। ক্যামেরা দেখেই তড়িঘড়ি দোকান বন্ধের চেষ্টা। নানারকম কারণ দেখাচ্ছেন চায়ের দোকানে ভিড় জমানো স্থানীয় বাসিন্দারা।

  • রুবি মোড়। ফাঁকা রাস্তার দু’ দিকে ব্যারিকেড। পাশাপাশি, মাইকে প্রচার চালাচ্ছে পুলিশ।

  • শুনশান পার্ক সার্কাস মোড়। পুলিশের নজরদারি। চলছে নাকা চেকিং।

  • পার্ক স্ট্রিট মোড়ে গাড়ি আটকে পরীক্ষা করা হচ্ছে নথি।

  • শুনশান ধর্মতলা মোড়। রাস্তায় ব্যারিকেড। কেউ বের হলে, কারণ জানতে চাইছেন পুলিশ কর্মীরা। বিনা মাস্কে বের হলে, মুখ ঢাকার ব্যবস্থা করা হচ্ছে।

  • সেন্ট্রাল অ্যাভিনিউ ও কলেজ স্ট্রিটের সংযোগস্থল। এখানেও পুলিশের নজরদারি। দেখেশুনে গাড়িকে ছাড়। পরীক্ষা করা হচ্ছে প্রয়োজনীয় নথি।

  • শ্যামবাজার পাঁচ মাথার মোড়েও তত্পর পুলিশ। গুরুত্বপূর্ণ এই রাস্তায় চলছে কড়া নজরদারি।

  • ব্যস্ত ধর্মতলা মোড় ফাঁকা। গাড়ির সংখ্যা কম। চলছে নাকা চেকিং।

  • সিঁথি মোড় কলকাতা শহরের অন্যতম গেটওয়ে। উত্তর ২৪ পরগনা, নদিয়া, হাওড়া ও হুগলি থেকে এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রচুর গাড়ি ঢোকে কলকাতায়। সেখানে পুলিশের কড়া নজরদারি।

  • দমদম চিড়িয়া মোড়। অন্যতম ব্যস্ত রাস্তা। চলছে নাকা চেকিং। ইমার্জেন্সি স্টিকার থাকলেও, বের হওয়ার কারণ যাচাই করেই ছাড়া হচ্ছে গাড়িগুলিকে।


কলকাতার পাশাপাশি জেলায় জেলায় দেখা মিলেছে পুলিশি কড়াকড়ির ছবি। সকাল থেকে হুগলির বালি ব্রিজে দেখা গেল কড়া পুলিশি নজরদারি।





  • হাওড়া ব্রিজেও নজরদারি চালান পুলিশের উচ্চপদস্থ কর্তারা। হাওড়া ময়দানের কাছে টিকিয়াপাড়া এলাকায় বেলিলিয়াস রোডে ড্রোন উড়িয়ে নজরদারি চালায় পুলিশ।

  • বীরভূমের বোলপুরে অতিরিক্ত পুলিশ সুপার ও এসডিপিও-র নেতৃত্বে শহর জুড়ে চলে টহল। বোলপুরে বিনা কারণে রাস্তায় বেরোনোয় ধরপাকড় করে পুলিশ।

  • বাঁকুড়া শহরের বিভিন্ন এলাকায় ব্যারিকেড করে দেয় পুলিশ। তবে, রাস্তায় কয়েকজন সাইকেল আরোহীর দেখা মিলেছে। বিনা মাস্কে বের হলেই বাড়ি পাঠিয়ে দিতে দেখা গিয়েছে পুলিশকে।

  • লকডাউনে স্তব্ধ উত্তরবঙ্গও। দার্জিলিং-এর শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাস ফাঁকা। শুনশান হিলকার্ট রোড।

  • জলপাইগুড়ি শহরেও সব দোকানপাট, বাজার বন্ধ। শুনশান রাস্তা।

  • দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটেও দিনভর রাস্তাঘাট শুনশান। বন্ধ পাইকারি বাজার। মোড়ে মোড়ে পুলিশ পিকেট। সরকারি-বেসরকারি সমস্ত বাস বন্ধ।