কলকাতা : দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্য়া হাজার পেরোল। চলতি সপ্তাহে নতুন করে দেশে সাড়ে সাতশোর বেশি আক্রান্তের হদিশ মিলেছে।মৃত্যু হয়েছে ৭ জনের। সংক্রমণের নিরিখে শীর্ষে কেরল। দক্ষিণের রাজ্যে এখন ৪৩০ জন করোনা আক্রান্ত। মহারাষ্ট্রে কোভিডে ভুগছেন ২০৯ জন। দিল্লিতে এখনও পর্যন্ত ১০৪ জন কোভিড সক্রিয় রোগী। ভাইরাসের দাপট ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে, এই সময়ের মধ্যে ২৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। অনেকেরই মনে প্রশ্ন, তাহলে কি কাজ করা ছেড়ে দিল ভ্যাকসিন? বুস্টার ডোজ কি কাজ করে না ?
দেশে বর্তমানে যত করোনার ঘটনা সামনে আসছে, তার মধ্যে কোভিডের ওমিক্রনের সাব ভ্যারিয়েন্টে আক্রান্ত অনেকে। সাব ভ্যারিয়েন্ট JN.1 এবং LF.7 দাপট দেখিয়েই যাচ্ছে । চিকিৎসকরা বলছেন, মানুষের অযথা আতঙ্কিত হওয়া উচিত নয়, এই সমস্ত রূপগুলি তেমন বিপজ্জনক নয়। একই সঙ্গে গুজব এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন তাঁরা। মানুষের নিরাপত্তা বজায় রাখার জন্য সতর্কতা অবলম্বন করা গুরুত্বপূর্ণ।
করোনা ভ্যাকসিন এবং বুস্টার ডোজের প্রভাব কি শেষ হয়ে গেছে?
২০২০ থেকে ২০২২। গোটা বিশ্বে কাঁপুনি ধরিয়েছিল করোনা। কেউ স্বজন হারিয়েছিলেন। কেউ হারিয়েছিলেন উপার্জন। ঘরবন্দি অবস্থায়, আতঙ্ক, যন্ত্রণায় ভরা এক দুর্বিসহ সময় কাটাতে হয়েছিল গোটা বিশ্বের মানুষকে। তিন বছর পর ফের চোখ রাঙাচ্ছে করোনার নতুন উপপ্রজাতি NB.1.8.1 । গত কয়েকদিন ধরে, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকংয়ের মতো জায়গায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ভারতেও বাড়ছে আতঙ্ক। এমন পরিস্থিতিতে সুরক্ষার জন্য করোনা ভ্যাকসিন এবং বুস্টার ডোজ আবার আলোচনায় এসেছে।
চিকিৎসকরা বলছেন, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে, এখনই করোনার টিকা বা বুস্টার ডোজের কোনও প্রয়োজন নেই। করোনার টিকা ভাইরাস যে সকলকে আজীবন সুরক্ষিত রাখবে, এমন প্রতিশ্রুতি দেয় না। কয়েক বছরের মধ্যে এর প্রভাব কমতে শুরু করে। শরীরে তৈরি রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করার জন্য বুস্টার ডোজ গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ, যাতে আপনার শরীর করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত থাকে এবং আপনি রোগের বিরুদ্ধে আরও যথেষ্ট সুরক্ষা পেতে পারেন।
ভারতে যে ভ্যাকসিন এবং বুস্টার ডোজ দেওয়া হয়েছে তা এই ভ্যারিয়েন্টের বিরুদ্ধে লড়াইয়ে খুবই কার্যকর প্রমাণিত হবে বলেই মনে করছেন চিকিৎসকদের একাংশ। বিশেষজ্ঞদের মতে, টিকা সুরক্ষা দিলেও, টিকাপ্রাপ্ত ব্যক্তিরাও সামান্য সংক্রামিত হতে পারেন। পূর্ববর্তী টিকা থেকে অর্জিত রোগ প্রতিরোধ ক্ষমতা সময়ের সঙ্গে সঙ্গে হ্রাস পাচ্ছে। স্বাস্থ্য মন্ত্রক বয়স্কদের বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ দিয়েছে।