কলকাতা: করোনা থেকে রাজ্যে সুস্থতার হার ৬৫%। নবান্নে শুক্রবার এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন রাজ্যে বর্তমানে করোনা চিকিৎসাধীনের সংখ্যা ৫ হাজার ৩৯। প্রসঙ্গত, গতকালই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছিল, দেশে গড় করোনা আক্রান্তদের সুস্থতার হার প্রায় সাড়ে ৫৭ শতাংশ। অর্থাৎ, মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী, দেশের হারের থেকে রাজ্যের সুস্থতার হার ভাল। মুখ্যমন্ত্রী বলেন, ‘বেশ কিছু ছাড় দিয়ে লকডাউন চলছে রাজ্যে। রাত ১০টা-ভোর ৫টা পর্যন্ত লকডাউন চলবে।


এদিন, লকডাউন ও করোনাভাইরাস নিয়ে এদিন বিরোধীদের সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। জানান, কয়েকটি দল লকডাউন আইন মানছে না। তিনি বলেন, নিয়ম না মেনে মিটিং-মিছিল করা হচ্ছে। আইন ভাঙলে আইনি পদক্ষেপ নেওয়া হবে। আইনও ভাঙবেন, আবার বলবেন কেন এফআইআর!। আইন নিয়ে ছেলেখেলা, ভাষা সন্ত্রাস চলছে। ভাষার সন্ত্রাস মানুষ ভালভাবে নিচ্ছে না। মুখ্যমন্ত্রীর মতে, ‘শ্রাবণী মেলা বন্ধ থাকলে বাইক মিছিল কেন হবে। আগের মতো করে ২১ জুলাইয়ের সমাবেশ হবে না বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।


কেন্দ্রের বিরুদ্ধেও সুর চড়ান মুখ্যমন্ত্রী। বলেন, কেন্দ্র কিছুই দিচ্ছে না, রাজ্য একাই করছে। ৪,৫০০ করে প্রাইভেট হাসপাতালে কোভিড টেস্টের জন্য নেওয়া হচ্ছিল। সেটা ২,২৫০ করে দিয়েছি। সুরক্ষা সরঞ্জামের জন্য দৈনিক ১ হাজার টাকা। ডাক্তারি পরামর্শের জন্য দিনে ১ হাজার টাকা।