ইউপি বোর্ডের পরীক্ষা পাশ করতে পরীক্ষার্থীকে অন্তত ৩৩ শতাংশ নম্বর পেতে হবে। রেজাল্ট দেখতে হলে পরীক্ষার্থীকে নিজের ৭ সংখ্যার রোল নম্বর বোর্ডের সংশ্লিষ্ট ওয়েবসাইটে দিতে হবে। ইউপি বোর্ডের upresults.nic.in ও upmsp.edu.in সাইট ছাড়াও রেজাল্ট দেখতে পারবেন www.up10.abplive.com-এ। বা নীচের লিঙ্কে ক্লিক করে
https://www.abplive.com/news/states/up-board-results-2020-register-here-to-get-results-through-email-1441538
দেখে নিন দশম শ্রেণির গ্রেডিং সিস্টেম-
ইউপি বোর্ডের হাইস্কুলের পরীক্ষা পাশ করতে গেলে পড়ুয়াকে প্রতি বিষয়ে প্রাপ্ত নম্বর আর মোট নম্বর দুটোতেই অন্তত ৩৩ শতাংশ নম্বর পেতে হবে। যদি যে কোনও দুটি বিষয়ে কোনও পড়ুয়ার নম্বর কম আসে তবে তাকে সাপ্লিমেন্টারি পরীক্ষায় বসে ফের ওই সব বিষয়ে পাশ করার চেষ্টা করতে হবে। দুটির বেশি বিষয়ে ফেল করলে বা মোট গড় নম্বর ৩৩ শতাংশের কম হলে তাকে অনুত্তীর্ণ বলে গণ্য করা হবে।
ইউপি বোর্ড দশম শ্রেণির নিয়মে গ্রেডিং সিস্টেম
নম্বর নম্বর অনুসারে গ্রেড গ্রেড পয়েন্ট
৯১-১০০ এ১ ১০
৮১-৯০ এ২ ৯
৭১-৮০ বি১ ৮
৬১-৭০ বি২ ৭
৫১-৬০ সি১ ৬
৪১-৫০ সি২ ৫
৩৩-৪০ ডি ৪
এবার দেখে নিন, কীভাবে দেওয়া হয় প্র্যাকটিক্যালের নম্বর
গ্রেড নম্বর
এ ৮০-১০০
বি ৬০-৭৯
সি ৪৫-৫৯
ডি ৩৩-৪৪
ই ৩৩-এর কম
Education Loan Information:
Calculate Education Loan EMI