কলকাতা: করোনা সঙ্কটকালে বেসরকারি স্কুলগুলিকে ফি না বাড়ানোর অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নে তিনি বলেন, প্রাইভেট স্কুলগুলোর কাছে অনুরোধ, বেশি ফি নেবেন না। টিচারদের মাইনে, স্কুল মেনটেনেন্স, দারোয়ানের মাইনে - সাধারণ ছাত্রছাত্রীদের পরিবারের পকেট যাতে কাটা না হয়, সেটা দেখুন।



তিনি বলেন, এইসময়ে স্কুল ফি বাড়ানো উচিত নয়। ফি বাড়ানো আমরা সমর্থন করছি না।  সামাজিক দায়বদ্ধতা বেসরকারি স্কুলেরও আছে। ৩ মাস তো লাইব্রেরি, কম্পিউটার ব্যবহার হয়নি। সাধারণ পরিবারের পকেট যেন না কাটা হয়।

একইসঙ্গে, এটাও মনে করিয়ে দেন, কেউ বলছেন কোনও ফি দেব না, এটা ঠিক নয়। তাঁর মতে, স্কুলকেও তো শিক্ষকদের বেতন দিতে হবে। কিন্তু স্কুলের ফি বাড়াবেন না, আগেরটাই নিন।

মুখ্যমন্ত্রী জানান, একলব্য স্কুল চালাবে রাজ্য সরকার। তাঁর অভিযোগ, রাজ্যের অধিকার খর্ব করতে চাইছে কেন্দ্র। মমতার ঘোষণা, ‘তফসালি উপজাতিদেরও বৃত্তি দেবে রাজ্য। কেন্দ্র বৃত্তির টাকা না দিলে রাজ্য সরকারই দেবে।’

তিনি যোগ করেন, সংখ্যালঘু উন্নয়নে অনেকটাই বরাদ্দ বেড়েছে। সংখ্যালঘু উন্নয়নে ৪ হাজার ১৬ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য। ২ কোটি ৩৮ লক্ষ বৃত্তি দেওয়া হয়েছে। প্রায় ৮৫ হাজার মানুষ হজে গিয়েছেন। প্রত্যেক জেলায় সংখ্যালঘু ভবন তৈরি হয়েছে। ৫৫১ কোটি টাকায় আলিয়ার নতুন ক্যাম্পাস গঠন।